পাড়ার পুজোর বিসর্জনে মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মহারাজ, দেখুন দাদার ভাইরাল ছবি

বাংলা হান্ট ডেস্কঃ করোনা (Corona virus) আবহের মধ্যেও অত্যন্ত সফল ভাবে হয়ে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গৎসব (Durga puja)। কিন্তু এবার পুজো ছিল একটু ভিন্ন। অন্য বছরের মত ঝাঁকজমক করে এবার পুজো হয়নি। অন্যবারের তুলনায় এবার ভীড়ও ছিল খুব কম। কিন্তু করোনা আবহেও যে দুর্গাপূজা (Durga puja) হয়েছে এটাই কম কিসের।

এবার পুজোয় বেশির ভাগ মানুষ নিজেদের পাড়াতেই পুজো কাটিয়েছেন। কেউ কেউ আবার ভিড় এড়িয়ে দূর থেকে প্রতিমা দর্শন করেছেন। আগে যারা পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেত না এবার তারাও পুজোর সময়টা কাটিয়েছেন পরিবারের সঙ্গে আনন্দ করে। তেমনই প্রাপ্তন ভারত (India) অধিনায়ক তথা বর্তমানে বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) পুজোর সময়টা কাটিয়েছেন নিজের পাড়াতেই।

186604770bbfdb5de0d201681b0c41e95a7e099968ac9081c9bb1bc8a7f42fcc69974307d

দুর্গাপূজা (Durga puja) বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই কয়েক দিন সমস্ত দুঃখ বেদনা ভুলে আনন্দে মেতে থাকেন প্রত্যেকটা বাঙালি। ব্যতিক্রম নন সৌরভ গাঙ্গুলিও। সারা বছর বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও পুজোর কয়েকটা দিন দাদা নিজের পাড়ার পুজো অর্থাৎ বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোতেই থাকেন। এই পুজো মহারাজের পুজো নামেই পরিচিত। দাদার বাড়ির প্রত্যেক সদস্যই এই পুজোর সঙ্গে সরাসরি যুক্ত থাকেন।

138707286bf8affaabbcc26830673351235ce529cafa6e1f5d8705861176a88770cce26a1

এবার চতুর্থির দিন এই মন্ডপের পুজোর উদ্বোধন করেন সৌরভ গাঙ্গুলি। তারপর পুজোর পাঁচটা দিন তিনি এই পুজো মন্ডপেই ছিলেন। একাদশীর দিন যখন মায়ের বিদায় হচ্ছিল সেই সময় মায়ের পা-য়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদও নিলেন দাদা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর