BCCI ছেড়ে এবার ICC-র পথে সৌরভ গাঙ্গুলি, দেওয়ালীর আগেই আসতে চলেছে সুখবর

বাংলা হান্ট ডেস্কঃ বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) মুকুটের যুক্ত হতে চলেছে আরও একটি নয়া পালক। ভারতের অন্যতম সেরা অধিনায়ক ছিলেন তিনি, খেলা ছাড়ার পর রাজ্য ক্রিকেটের প্রশাসকের দায়িত্ব সামলেছেন। এখন সামলাচ্ছেন বিসিসিআই প্রেসিডেন্টের দায়িত্ব। আর এবার তিনি সমস্ত কিছুকে ছাপিয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির দায়িত্বে আসতে পারেন, এমন ইঙ্গিত দেওয়া হয়েছে আইসিসির তরফে। আইসিসির ডেপুটি চেয়ারম্যান পদে সৌরভ গাঙ্গুলীকে বসানোর চিন্তাভাবনা করছে আইসিসির বিশেষ কমিটি।

কয়েক দিন আগে শশাঙ্ক মনোহরের আইসিসির চেয়ারম্যান পদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আর তাই এই মুহূর্তে আইসিসির চেয়ারম্যান পদটি খালি রয়েছে। প্রাক্তন বেশ কয়েকজন ক্রিকেটার চেয়েছিলেন আইসিসি চেয়ারম্যান পদে বসানো হোক সৌরভ গাঙ্গুলিকে। কারন করোনা মহামারীর পর ক্রিকেট বিশ্বকে পথ দেখানোর জন্য একমাত্র যোগ্য ব্যক্তি হচ্ছেন সৌরভ গাঙ্গুলী এমনটাই মনে করেন প্রাক্তন ক্রিকেটাররা। তবে এই মুহূর্তে সৌরভ গাঙ্গুলীর আইসিসির চেয়ারম্যান পদে বসা হচ্ছে না কারণ আইসিসির চেয়ারম্যান পদে বসতে গেলে সৌরভ গাঙ্গুলীকে বিসিসিআই প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে। যেটা এখনই করতে নারাজ সৌরভ গাঙ্গুলী।

images 98 3

আইসিসি চাইছে সৌরভ গাঙ্গুলীর মত কেউ আইসিসির প্রশাসক পদে যুক্ত হোক। আর তাই সৌরভ গাঙ্গুলী যাতে বিসিসিআই প্রেসিডেন্ট পদ না ছেড়েও আইসিসির সঙ্গে যুক্ত হতে পারে সেই কারণে সৌরভ গাঙ্গুলীকে আইসিসির ডেপুটি চেয়ারম্যান করার কথা ভাবনা চিন্তা চলছে। জানা গিয়েছে দেওয়ালীর আগেই এই সুখবরটি পেতে চলেছেন সৌরভ গাঙ্গুলী এবং তার ভক্তরা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর