বাংলা হান্ট ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত কিন্তু নিউজিল্যান্ডের কাছে হেরে প্রথম বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করেছে টিম ইন্ডিয়া। তারপর থেকে বিরাট কোহলিদের অনেক সমালোচনা শুনতে হয়েছে। কিন্তু বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর মতে চ্যাম্পিয়ন হতে না পারলেও ভারতীয় দল যে পরিশ্রম করে এতদূর পর্যন্ত পৌঁছেছে এটাই অনেক, তাই কোনভাবেই বিরাট কোহলিদের কৃতিত্বকে তিনি ছোট করতে চান না।
এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী বলেছেন, ” বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর মত এত বড় একটা টুর্ণামেন্টে ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটারই অবদান রেখেছেন। বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে সকলেই ভালো খেলেছে। রাহানে এই টুর্নামেন্টে সবথেকে বেশি রান করেছেন, বল হাতে দারুণ পারফর্মেন্স করেছেন মহম্মদ সামি, ইশান্ত শর্মারা। সঠিক সময়ে বল হাতে ভেলকি দেখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চেই 100 টি টেস্ট খেলার রেকর্ড করে ফেলেছেন ইশান্ত।”
করোনা অতিমারির কারণে মাঝ পথেই এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মে বদল আনে আইসিসি। জয়ের শতাংশের বিচারে প্রথম এবং দ্বিতীয় দল হিসেবে ভারত এবং নিউজিল্যান্ড ফাইনাল খেলে। এই প্রসঙ্গে সৌরভ গঙ্গুলি বলেছেন, পরের বারে যদি করোনা সংক্রমণ পুরোপুরিভাবে আয়ত্তে চলে আসে তাহলে এই নিয়মের পরিবর্তন হতে পারে।