চলছে চিত্রনাট্য তৈরির কাজ, কবে আসছে বায়োপিক? অবশেষে উত্তর দিলেন সৌরভ

বাংলাহান্ট ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বাঙালির কাছে আবেগের সমান। এমন অনেকেই আছেন যারা সৌরভ ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর খেলা দেখা বন্ধ করে দিয়েছেন। আগে বাইশ গজ কাঁপাতেন। আর এখন ক্যামেরার সামনে ছক্কা হাঁকান মহারাজ। তাঁর বায়োপিক (Biopic) আসছে, এ খবর জানার পর থেকেই উদগ্রীব হয়ে রয়েছে অনুরাগীরা। কিন্তু দাদা তো ঘোষনা করেই খালাস। বায়োপিক সম্পর্কে আর কোনো উচ্চবাচ্যই করতে শোনা যায়নি তাঁকে।

অবশেষে সম্প্রতি নিজের বায়োপিক নিয়ে কিছু নতুন আপডেট দিলেন সৌরভ। সম্প্রতি একটি অনুষ্ঠানে মীরের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে মহারাজের সিনেমা প্রেমের কথা। সবাইকে অবাক করে দিয়ে সৌরভ জানান, তিনি সিনেমা দেখেন। গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি, বচ্চন পাণ্ডে দেখেছেন। বলিউডে তৈরি হওয়া বেশির ভাগ ক্রীড়াবিদের বায়োপিকই তিনি দেখেছেন।

sourav ganguly 6
তার মধ্যে রয়েছে এম এসে ধোনি, ভাগ মিলখা ভাগ। ৮৩ ও তিনি দেখেছেন বলে জানান সৌরভ। তবে ছবিটা বেশ অন্য রকম হয়েছে। ১৯৮৩ তে ভারতের প্রথম বার ক্রিকেট বিশ্বকাপ জয়ের সঙ্গে অনেকে স্মৃতি জড়িয়ে রয়েছে তাঁর। সৌরভ জানান, সে সময়ে তিনি দশ বছরের কিশোর। জাতীয় পতাকা নিয়ে সবাই মিলে রাস্তায় বেরিয়েছিলেন তাঁরা। কপিল দেবদের পরেও অনেক ভাল ভাল ক্রিকেটাররা এসেছেন। কিন্তু ১৯৮৩ একটা মাইলফলক। সৌরভ বলেন, তিনি খুশি যে ছবিটা দেরিতে হলেও হয়েছে।

পাশাপাশি রণবীর সিং এর অভিনয়ের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, রণবীরের সঙ্গে তাঁর দেখা হয়েছিল পরে। তিনি তখন প্রশংসা করেছিলেন তাঁর। এরপরেই ওঠে বহু প্রতীক্ষিত সৌরভের বায়োপিকের প্রসঙ্গ। তবে ভক্তদের একটু নিরাশ করে দাদা জানান, এখনো দেড় বছর মতো সময় লাগতে পারে।

আসলে তিনি এখন চিত্রনাট্য রেকর্ড করছেন। ব্যস্ত শিডিউলের মাঝে যখন সময় পান তখন করেন। তাই এত দেরি। পর্দায় সৌরভের চরিত্রে কাকে দেখা যাবে? এই প্রশ্নও অনুরাগীদের অনেক দিনের। কয়েকজন অভিনেতা রয়েছেন সৌরভ হওয়ার দৌড়ে। তবে মহারাজ জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। রণবীর হবেন নাকি অন্য কেউ সেটা ছবি নির্মাতারা ঠিক করবেন।


Niranjana Nag

সম্পর্কিত খবর