অলটাইম সেরা একাদশ বেছে নিলেন সৌরভ গাঙ্গুলি, দলে মাত্র দুজন ভারতীয় ক্রিকেটার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ১১৩ টি টেস্ট ম্যাচে ৪২.১৭ গড়ে ৭২১২ রান করেছেন, যার মধ্যে ১৬ টি শতরান এবং ৩৫ টি অর্ধ শতরান রয়েছে। একই সময়ে, ৩১১ টি ওয়ান ডে-তে, ৪১.০২ গড়ে ১১৩৬৩ রান করেছেন। যার মধ্যে রয়েছে ২২টি সেঞ্চুরি ও ৭২টি হাফ সেঞ্চুরি। এত দুর্দান্ত রেকর্ডের অধিকারী সৌরভ অধিনায়ক হিসাবেও ছিলেন দুর্দান্ত। তিনি একসময় ঝিমিয়ে পড়া ভারতীয় ক্রিকেটকে সঠিক পথ দেখিয়েছিলেন। সম্প্রতি সারা বিশ্ব থেকে সেরা ক্রিকেটারদের বেছে নিয়ে একটি সেরা দল তৈরি করেছেন। সৌরভ গাঙ্গুলী তার সর্বকালের সেরা একাদশে ভারতের দুই ব্যাটসম্যানকে জায়গা দিয়েছেন।

সৌরভ গঙ্গোপাধ্যায় তার সর্বকালের সেরা প্রথম একাদশে মাত্র ২ জন ভারতীয় ব্যাটসম্যানকে জায়গা দিয়েছেন। তারা হলেন রাহুল দ্রাবিড় এবং সচীন টেন্ডুলকার। একই সঙ্গে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা-কে নিজের সেরা একাদশে অন্তর্ভুক্ত করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে আরও একজন ভারতীয় ক্রিকেটার ছিলেন যাকে সৌরভ তার দলে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন তিনি হলেন বীরেন্দ্র সেওবাগ।

   

sehwag 1 1

সৌরভ গাঙ্গুলী বলেছিলেন যে তিনি বীরেন্দ্র সেওবাগকে তার প্রিয় একাদশে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। তবে যেহেতু টেস্ট ক্রিকেটের কথা ভেবে একাদশটি তৈরি তাই অ্যালেস্টার কুককে বাইরে রাখতে পারেননি সৌরভ। বোলার হিসেবে সৌরভ গাঙ্গুলী তার দলে গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরন এবং দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইনকে অন্তর্ভুক্ত করেছেন।

ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া), অ্যালিস্টার কুক (ইংল্যান্ড), রাহুল দ্রাবিড় (ভারত), শচীন টেন্ডুলকার (ভারত), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা), গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর