মারাত্মক ভুল করেছেন রোহিত শর্মা! সমালোচনা সৌরভের, হাত থেকে ফস্কে যেতে পারে WTC-র ট্রফি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দ্বিতীয় দিনের প্রথম সেশনে ভারতীয় দলের (Team India) পেসাররা চারটি উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে ঠিকই, কিন্ত দিনের শুরুর দিকে স্টিভ স্মিথ (Steve Smith) এবং ট্র্যাভিস হেড (Travis Head) আগ্রাসী ব্যাটিং করে রানের গতি এতটাই বাড়িয়ে ফেলেছিল যে কতগুলি উইকেট হারানোর পরেও অস্ট্রেলিয়ার ৯৯ রান তুলে ফেলেছে প্রথম সেশনে।

গতকাল সৌরভ গঙ্গোপাধ্যায় সরাসরি না হলেও রোহিত শর্মার সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। প্রাক্তন ভারত অধিনায়ক বলতে চেয়েছিলেন যে রবি অশ্বিনের মতো বৈচিত্রপূর্ণ বোলারকে এই ফাইনালে না খেলিয়ে হয়তো রোহিত শর্মা একটু ভুল করে ফেলেছেন। অস্ট্রেলিয়ার একাদশে ছিল তিনজন বাঁ-হাতি ব্যাটার। প্রথমজনকে সিরাজ ভয়ংকর হতে দেননি। শেষজন অর্থাৎ অ্যালেক্স ক্যারি প্রতিবেদনটি লেখার সময় ক্রিজেই রয়েছেন, আর মাঝের জন অৰ্থাৎ হেড মোহাম্মদ সিরাজের বলে আউট হওয়ার আগে ১৭৪ বলে ১৬৩ রানের মারাত্মক আগ্রাসী একটি ইনিংস খেলে গিয়েছেন।

রোহিত শর্মা আরেকটি বড় ভুল যেটা করেছেন সেটা হল ওভালের পিচের চরিত্র বুঝতে না পারা। অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে তিনি নিমন্ত্রণ পাঠিয়েছিলেন। কিন্তু ভারতীয় বোলাররা প্রথম ১০-১২ ওভারের পর আর খুব বেশি সহায়তা পাননি পরিবেশের থেকে। ওভাল হলো ইংল্যান্ডের সবচেয়ে ব্যাটিং সহায়ক উইকেট। সেখানে ভালো পিছে অস্ট্রেলিয়াকে ব্যাটের সুযোগ করতে দিয়ে ভারতীয় দলের ওপর অতিরিক্ত চাপ বাড়িয়েছেন রোহিত।

ট্র্যাভিস হেডের পর অস্ট্রেলিয়ার বিগ ম্যাচ প্লেয়ার স্টিভ স্মিথ আজ নিজের শতরান পূর্ণ করেছেন। অত্যন্ত ঠান্ডা মাথায় নিজের ইনিংসটি প্রথম দিন গড়েছিলেন তিনি এবং ৯৫ রানে অপরাজিত ছিলেন। আজ অবশ্য শুরু থেকেই ভারতীয় বোলারদের আক্রমণ করেছেন স্মিথ। শার্দূল ঠাকুরের বলে আউট হওয়ার আগে পর্যন্ত ২৬৮ বলে ১২১ রানের ইনিংস খেলেছেন।

ভারতের এখন পরবর্তী লক্ষ্য হবে দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়ার বাকি উইকেট গুলো তুলে নিয়ে অন্তত ১৫ ওভার ব্যাটিং করা। তেমনটা যদি হয় তাহলে ভারতীয় দলের চেষ্টা করা উচিত আজ যেন বেশি উইকেট না হারায় তারা তৃতীয় সেশনে গিয়ে। দিনের শেষে গিয়ে বোঝা যাবে যে এই ম্যাচ কোন দিকে মোড় নিতে চলেছে। ভারতের জন্য একটাই স্বস্তির খবর সেটা হল এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪০০ এর উপর রান তুলে মাত্র চারবার হেরেছে এবং সেই চারবারই তারা হেরেছে ভারতের বিরুদ্ধে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর