চাপের মুখেও ম্যাচ জেতানো সেঞ্চুরি এই ব্যাটারের! সৌরভের কাছ থেকে পেলেন “সর্বকালের সেরা” তকমা

   

বাংলা হান্ট ডেস্ক: তাঁর অধিনায়কত্বে রীতিমতো মুখ থুবড়ে পড়েছিল ইংল্যান্ডের ক্রিকেট টিমের পারফরম্যান্স। এমনকি, একটা সময়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সবার নিচে পৌঁছে যায় ইংল্যান্ড। অবস্থা এতটাই বেগতিক হয়ে যায় যে, প্রবল চাপের মুখে পড়ে কার্যত নতিস্বীকার করে অধিনায়কত্ব ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন জো রুট। কিন্তু, এবার দলের একজন সাধারণ সদস্য হিসেবেই অসাধারণ ইনিংস উপহার দিলেন তিনি।

শুধু তাই নয়, রুদ্ধশ্বাস খেলায় চাপের মুখে পড়েও অনবদ্য সেঞ্চুরির মাধ্যমে দলকে জয়ের মুখও দেখিয়েছেন তিনি। তবে এখানেই শেষ নয়, বরং তার সাথে সাথে কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে যুগ্ম ভাবে দশ হাজার রানের মালিক হলেন জো রুট। তাঁর আগে ৩১ বছর ১৫৭ দিন বয়সে অ্যালেস্টার কুক দশ হাজার রান করেন। যদিও, রুটও একই বয়সে ওই রানের গন্ডী স্পর্শ করলেন।

এদিকে, রুটের অসাধারণ এই পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে এক বিরাট তকমা দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি একটি টুইটের মাধ্যমে রুটকে “সর্বকালের সেরা” হিসেবে অভিহিত করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “জো রুউউউউট.. কি চমৎকার খেলোয়াড়! চাপের মুখেও কি অনবদ্য ইনিংস! সর্বকালের সেরা ক্রিকেটার”। পাশাপাশি, ওই টুইটে বিসিসিআই এবং আইসিসিকেও ট্যাগ করেছেন তিনি। এদিকে, মহারাজের এই টুইট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। পাশাপাশি, রুটের এই পারফরম্যান্সের প্রশংসাও করেছেন নেটিজেনরা।

প্রসঙ্গত উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে মোট তিনটি ম্যাচের সিরিজ খেলবে ইংল্যান্ড। আর এই সিরিজেই পূর্ণ সময়ের অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েছেন বেন স্টোকস। পাশাপাশি, ইংল্যান্ড দলের কোচ হিসাবে যাত্রা শুরু করেছেন বিধ্বংসী কিউয়ি ব্যাটার ব্রেন্ডন ম্যাকালামও। এমতাবস্থায়, প্রথম টেস্টেই ১১৫ রানে অপরাজিত থেকে আত্মবিশ্বাস ফিরে পেলেন রুট। শুধু তাই নয়, এই অনবদ্য ইনিংসে ভর করেই চলতি সিরিজে এই ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।

যদিও, এই টেস্টের প্রথম তিন দিন দুই দলের ফাস্ট বোলাররা বিরাট দাপট দেখিয়েছেন। এমনকি, দীর্ঘ দিন পরে টেস্ট দলে জায়গা পেয়ে পরপর উইকেট তুলে নিয়েছেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। এদিকে, আঘাত আসে কিউয়ি পেসারদের থেকেও। টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট আগুন ঝরানো বোলিং করেন। চতুর্থ ইনিংসে ২৭৭ রানের টার্গেট ছিল ইংল্যান্ডের সামনে। সেই রান তাড়া করতে গিয়েই মাত্র ৬০ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ইংল্যান্ড। এমতাবস্থায়, অধিনায়ক স্টোকসের সঙ্গে জুটি বেঁধে ইনিংস গড়তে থাকেন রুট। এমনকি, শেষ পর্যন্ত ওই ম্যাচ জিতেই মাঠ ছাড়েন তিনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর