বাংলা হান্ট নিউজ ডেস্ক: আহমেদাবাদ টেস্টে অসাধারণ শতরান করে সকলের মন কেড়ে নিয়েছেন শুভমান গিল (Shubman Gill)। ভারতীয় দলের (Team India) তরুণ ওপেনার আহমেদাবাদ টেস্টে (Ahmedabad Test) ব্যাটিং স্বর্গ স্বরূপ পিচ পেয়ে বড় রান করার সুযোগ আঁকড়ে ধরেছিলেন। তাই রোহিত শর্মা বা চেতেশ্বর পূজারার মত সেট হওয়ার পর নিজের উইকেট অস্ট্রেলিয়াকে উপহার দিয়ে আসেননি তিনি। অত্যন্ত ধৈর্যের সাথে এবং প্রয়োজনে আগ্রাসী ব্যাটিং করে ১৯৭ বলে নিজের শতরান পূর্ণ করেছিলেন তিনি। এটি ভারতের মাটিতে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) টেস্টে তার প্রথম শতরান।
এর আগে গত বছরের একদম শেষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত শতরান করেছিলেন চট্টগ্রামে। তারপর থেকে ওডিআই ও টি টোয়েন্টি সিরিজে অসাধারণ ছন্দে ছিলেন চলতি বছরে। বছরের প্রথম তিন মাসে সব ফরম্যাট মিলিয়ে ১৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৫টি শতরান করা হয়ে গেল তারা। আহমেদাবাদে তিনি আউট হয়েছিলেন ১২৮ রান করে। ২০২৩ সালের শুরুটা অসাধারণভাবে করেছেন এই তরুণ ওপেনার।
গিলের অসাধারণ ব্যাটিং মন কেড়েছে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। এই প্রসঙ্গে তিনি বলেছেন, “গত কয়েকটা মাস ধরে অসাধারণ ব্যাটিং করছে শুভমান। এর বেশি ও আর কী করতে পারে? ভারতীয় দলে নিজের জায়গা পাকা করে ফেলেছে শুভমান গিল।” এর পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা এবং রবি অশ্বিনেরও প্রশংসা করেছেন। তার সঙ্গে এটাও জানিয়েছেন যে ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে গত কয়েক বছরে দুর্দান্ত পারফরম্যান্স করে এসেছে তাই টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ ভারতের না যে তার কোন কারণ নেই।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয়নি। লোকেশ রাহুল ওই দুটি ম্যাচে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মার সাথে ওপেন করতে নেমে। ইন্দোর টেস্ট থেকে সুযোগ দেওয়া শুরু হয় গিলকে। ওই ব্যাটিং অযোগ্য পিচে অবশ্য বাকিদের মতো তিনিও ব্যর্থই হয়েছিলেন। কিন্তু আহমেদাবাদ টেস্টে ব্যাটিংয়ের জন্য অনুকূল পরিস্থিতি পেয়ে নিজের জাত চিনিয়ে দিলেন গিল।
এবার তার সামনে সুযোগ রয়েছে নিন্দুকদের ভুল প্রমাণ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজেও ভালো পারফরম্যান্স করা। তার বিরুদ্ধে এখনো একটা অভিযোগ রয়েছে সে এখনো তথাকথিত বড় কোন দলের বিরুদ্ধে সাফল্য পান। নিউজিল্যান্ড চলতি বছরে ভারতে যে দল পাঠিয়েছিল, তা পূর্ণশক্তির ছিল না। এবার ফির একবার নিন্দুকদের ফুল প্রমাণ করার সুযোগ রয়েছে গিলের সামনে।