এই মুহূর্তে করোনার জন্য দেশজুড়ে লকডাউন চলছে। এই মুহূর্তে লকডাউনের জেরে চরম সংকটে পড়েছেন দেশের খেটে খাওয়া দিনমজুররা। এবার সেই সমস্ত মানুষদের পাশে দাঁড়ালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
যখন দেশজুড়ে এমন কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই সময় বিভিন্নভাবে দেশের জনগণকে সচেতন করে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এবং তিনি জানিয়েছিলেন দেশের এই দুর্দিনে তিনি যতটা পারবেন সাহায্য হাত বাড়িয়ে দেবেন দেশের খেটে খাওয়া মানুষদের দিকে, সেই মতই প্রথমে বেলুড়মঠে গিয়ে দুই হাজার কেজি চাল বিতরণ করে আসেন সৌরভ গাঙ্গুলী, তারপর ইসকনে গিয়ে গরীব দুঃস্থ মানুষদের চাল বিতরণ করেন তিনি এবং দৈনিক দশ হাজার মানুষের খাবারের দায়িত্ব নিয়েছেন সৌরভ গাঙ্গুলী।
এবার এসএসকেএম হাসপাতালে ভর্তি রোগীদের পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সৌরভ গাঙ্গুলীর ফাউন্ডেশন। একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে সৌরভ গাঙ্গুলীর কাছে এই খবর যায় যে এসএসকেএম-এ ভর্তি হওয়া রোগীদের পরিবারের সদস্যরা এই সময় লকডাউনের জেরে নিজেদের প্রয়োজনীয় খাবার জোগাড় করতে পারছেন না। আর এই খবর পাওয়ার পরই সৌরভ গাঙ্গুলীর ফাউন্ডেশনের ইসকনের সঙ্গে যোগাযোগ করে এবং তারপরই সোমবার ইসকন থেকে তৈরি করে আনা খাবার তুলে দেওয়া হয় রোগীদের পরিবারের হাতে।