বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল বিশ্বের সেরা এবং জনপ্রিয়তম টি টোয়েন্টি ক্রিকেট লিগ। এই প্রতিযোগিতা শুধু ভারতকেই নয়, বিশ্ব ক্রিকেটকে এমন অনেক উজ্জ্বল রত্ন উপহার দিয়েছে যারা আজ তাদের দেশকে গর্বিত করছে তাদের পারফরম্যান্সের মধ্য দিয়ে। ভারতীয় হোক বা বিদেশি, আইপিএলে ভালো পারফরম্যান্স করা মানে সেই ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চের জন্য তৈরি, এমনটা ধরা আছে। অনেক অভিজ্ঞ তারকারাও জাতীয় দল থেকে বাদ পড়ে আইপিএলে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে আবার জাতীয় দলে নিজের জায়গা ফিরে পেয়েছেন। কিন্তু এমন ক্রিকেটার ছাড়াও কিছু এমন ক্রিকেটারও ছিলেন যারা আইপিএলে প্রত্যাশা পূরণ করার মতো পারফরম্যান্স করতে পারেনি। এমন ক্রিকেটারদের একাদশই এই প্রতিবেদনে তুলে ধরা হলো।
আইপিএলের ফ্লপ একাদশের ওপেনিং স্লটটি পেয়ে যাবেন ভারতের অন্যতম সেরা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর জন্য। সৌরভ গাঙ্গুলী আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত খেলেছেন কিন্তু আইপিএলে তিনি তেমন ভালো করতে পারেননি। যদিও আইপিএলের তৃতীয় মরশুমে তিনি অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৪ নম্বরে ছিলেন, কিন্তু বাকি মরশুম গুলিতে অতটা সফল হতে পারেননি। সৌরভ মোট ৫৯টি আইপিএল ম্যাচে ২৫.৪৫ গড়ে ১৩৪৯ রান করেছেন। এই সময়ে তার স্ট্রাইক রেটও একই ছিল মাত্র ১০৭। এই একাদশে সৌরভ গাঙ্গুলির ওপেনিং পার্টনার হতে পারেন রিকি পন্টিং। রিকি পন্টিং কেকেআর এবং মুম্বাই ইন্ডিয়ান্স মিলিয়ে ১০ টি আইপিএল ম্যাচে মাত্র ৯১ রান করেছিলেন, তার গড় ছিল ১০ এবং তার স্ট্রাইক রেট ছিল ৭১, যা এখনকার দিনে ওয়ান ডে ফরম্যাটেরও উপযুক্ত নয়।
মিডল অর্ডারে ডেকান চার্জাসের হয়ে খেলা ভিভিএস লক্ষ্মণের নামটি উঠে আসবে। মোট ২০ টি আইপিএল ম্যাচ খেলেছেন যার মধ্যে তিনি ১৫ গড়ে এবং ১০৬ স্ট্রাইক রেটে মাত্র ২৮২ রান করেছেন। এই তালিকায় চার বিদেশিদের মধ্যে দুজনকে দিয়ে বাকি মিডল অর্ডার সম্পূর্ণ হবে। বিদেশি খেলোয়াড়দের অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং রস টেইলর এই তালিকায় থাকবেন, যারা কয়েকটি ভালো ইনিংস খেললেও নিজেদের আন্তর্জাতিক পর্যায়ে সুনামের প্রতি সুবিচার করতে পারেননি। সেই সঙ্গে কিউয়ি পেসার টিম সাউদি-কে ফ্লপ পেসার হিসাবে এই একাদশে যুক্ত করা হতে পারে। মিডল অর্ডারে ভারতের একসময়ের তারকা ব্যাটার মহম্মদ কাইফ-কে অন্তর্ভুক্ত করা যেতে পারে, যিনি আইপিএলে বড় কোনও সাফল্য পাননি। বাকি থাকা বোলারদের নাম নীচের তালিকায় উল্লেখ করা হলো।
আইপিএল ফ্লপ একাদশ:
সৌরভ গাঙ্গুলি, রিকি পন্টিং, ভিভিএস লক্ষ্মণ, রস টেইলর, মহম্মদ কাইফ, অ্যাঞ্জেলো ম্যাথিউস, পার্থিব প্যাটেল, টিম সাউদি, রমেশ পোওয়ার, পঙ্কজ সিং, মুরালি কার্তিক।