বাংলাহান্ট ডেস্ক: স্পষ্ট কথায় কষ্ট নেই, এই প্রবাদেই বিশ্বাস করেন সৌরভ গঙ্গোপাধ্যায় (saurav ganguly)। তাই নিজের বায়োপিকের অভিনেতা নির্বাচন সম্পর্কে হোক বা প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেলের (Greg chappell) বিষয়ে সোজাসাপটা মন্তব্যে ছক্কা হাঁকানোই হোক, সৌরভ গঙ্গোপাধ্যায় বাস্তবিকই তুলনাহীন। আর এসবই তিনি বলেন ক্যামেরার সামনে, হাসিমুখে, বুক চিতিয়ে।
‘দাদাগিরি’র আসন্ন এপিসোডের একটি প্রোমো সামনে এসেছে যেখানে হাসতে হাসতে এমনি এক বিষ্ফোরক মন্তব্য করেছেন সৌরভ। তারকা খচিত এই ‘মহানায়কের স্মৃতিচারণ’ পর্বে প্রতিযোগী হয়ে আসছেন ভাস্কর চট্টোপাধ্যায়, সোনালি চৌধুরী, সৌরভ দাসের মতো অভিনেতা অভিনেত্রীরা।
সেখানেই সোনালি ‘দাদা’কে জিজ্ঞাসা করেন, যদি ‘শোলে’ ছবির চরিত্রগুলিকে ক্রিকেট দুনিয়ার মানুষদের দেখতে হয় তাহলে তিনি কাকে কাকে বাছাই করবেন। উত্তরে সৌরভ বলেন, জয় অর্থাৎ অমিতাভ বচ্চনের অভিনীত চরিত্রটিতে তিনি নিজেকেই রাখবেন। বীরু অর্থাৎ ধর্মেন্দ্রর চরিত্রটির জন্য বাস্তবের বীরু ওরফে বীরেন্দ্র সহবাগকেই দেখতে চান তিনি।
এরপরেই সৌরভের চমক দেওয়ার পালা। তিনি বলেন, “গব্বরের চাকরি গ্রেগ চ্যাপেলকেই দাও।” একটা বোমা ফাটিয়েই পরক্ষণেই হাসি হাসি গলায় তিনি বলে ওঠেন, “ভাগ্যিস বসন্তীর নামটা জিজ্ঞাসা করেনি!” হাসির রোল ওঠে প্রতিযোগীদের মধ্যে।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেলের সঙ্গে বাংলার ‘মহারাজ’এর যে আদায় কাঁচকলায় সম্পর্ক তা সকলেরই জানা। গ্রেগ চ্যাপেল সৌরভকে ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে তো সরিয়ে ছিলেনই, এমনকি দল থেকেও বাদ দিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে বহুবার প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে গ্রেগ চ্যাপেলকে কটাক্ষ ছুঁড়তে দেখা গিয়েছে সৌরভকে।
এর আগে যেমন দাদাগিরির মঞ্চে খেলতে এসেছিলেন অনীক ধর, অনুষ্কা পাত্র, অন্বেষার মতো গায়ক গায়িকারা। সেখানেই প্রশ্ন ওঠে সৌরভের বায়োপিকে কে অভিনয় করছেন। উত্তরে ‘দাদা’ বলেন, “দেখতে হবে ভ্যালু কার মধ্যে আছে। শাহরুখ খান করতে চাইলে আমি বারন করে দেব। হৃতিক করতে চাইলে বলব বডিটা এখনো দাদার মতো হয়নি। তাহলে হয়তো রণবীর কাপুর করবে।”