সৌরভ গাঙ্গুলি জানিয়ে দিলেন আগামী চার বছরের মধ্যে আইপিএলে থাকছে বড় চমক।

এই মুহূর্তে আইপিএল পুরো বিশ্বজুড়েই খুবই জনপ্রিয় ক্রিকেট লিগে পরিণত হয়েছে। শুধুমাত্র ভারতবর্ষেই নয় বরং সারা বিশ্বজুড়ে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে আইপিএল। সারা বিশ্বের সমস্ত ক্রিকেটপ্রেমীরা আইপিএল দেখেন। দেশ বিদেশের সমস্ত বড় বড় ক্রিকেটাররা এখানে অংশগ্রহণ করেন। আর এবার ছেলেদের সাথে সাথে মেয়েদের আইপিএলে গুরুত্ব দেওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছে। প্রাপ্তন ভারতীয় মহিলা ক্রিকেটার এবং কোচদের মতে আরও বেশি করে দল নিয়ে করা হোক উইমেন্স আইপিএল।

এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। তিনি জানালেন যে সাত-আটটা দল নিয়ে মহিলাদের আইপিএল করতে গেলে এখনো বেশ কিছুটা সময় লাগবে। সৌরভ গাঙ্গুলি বলেন যে যদি সাত আটটা দল নিয়ে মহিলাদের আইপিএল করানো হয় সেক্ষেত্রে আরো বেশি করে মহিলা ক্রিকেটারের প্রয়োজন। আর এই মুহূর্তে সেটা সম্ভব নয় যদি বড় করে মহিলাদের আইপিএল করার কথা ভাবা হয় তাহলে সে ক্ষেত্রে এখনও বছর চারেক সময় লেগে যাবে তারপরেই বেশি করে দল নিয়ে মহিলাদের আইপিএল করা সম্ভব।

836135141f5d0a0f9fb9244a45a14de265cec5af

দু’বছর আগে মহিলা ক্রিকেটের বিশ্বকাপে ভারতের মহিলা দল ফাইনালে উঠেছিল, আর তারপর থেকেই মহিলা ক্রিকেটের প্রতি কিছুটা হলেও আগ্রহ বেড়েছে ক্রিকেটপ্রেমীদের। আর তাই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি মনে করেন যে মহিলাদের দল নিয়ে বড় করে আইপিএল করানো সম্ভব, কিন্তু সেক্ষেত্রে অনেক জন মহিলা ক্রিকেটার দরকার। মোটামুটি 150 থেকে 160 জন মহিলা ক্রিকেটার দরকার কিন্তু এখন আমাদের হাতে মাত্র 50 থেকে 60 জন মহিলা ক্রিকেটার রয়েছে তাই আরও 3-4 বছর অপেক্ষা করতে হবে আমাদের তারপরে বেশি করে দল নিয়ে মহিলাদের আইপিএল করানো সম্ভব হবে।

Udayan Biswas

সম্পর্কিত খবর