এবার বাংলার বুকে গড়ে উঠবে ইস্পাত কারখানা! বড় ঘোষণা করলেন সৌরভ গাঙ্গুলি

বাংলা হান্ট ডেস্ক: খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে তৈরি হতে চলেছে একটি ইস্পাত কারখানা (Steel Plant)। শুক্রবার কলকাতায় একটি অনুষ্ঠানের ফাঁকে এমনই আশ্বাস দিয়েছেন স্বয়ং সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাথে স্পেন সফরে গিয়ে রাজ্যে ইস্পাত কারখানা গড়ে তোলার কথা ঘোষণা করেছিলেন সৌরভ।

জানা যাচ্ছে সব ঠিক থাকলে আর মাত্র দেড় বছরের মধ্যেই গড়বেতায় (Garhbeta) সেই কারখানার নির্মাণ কাজ সম্পন্ন হবে। জানা যাচ্ছে,টিএমটি বার নির্মাণ সংস্থা ক্যাপ্টেন স্টিল এই কারখানা গড়ে তুলতে বিনিয়োগ করবে। উল্লেখ্য, সৌরভ বিগত ১৫ বছরের বেশি সময় ধরে ক্যাপ্টেন টিএমটি বার-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তাই বোঝাই যাচ্ছে এই সংস্থার সাথে সৌরভের প্রায় ২ দশকের সম্পর্ক।

শুক্রবার এই ইস্পাত কারখানা সম্পর্কিত একটি প্রশ্নের উত্তরে সৌরভ জানিয়েছেন, ‘পরিবেশ সংক্রান্ত ছাড়পত্রের জন্য ইতিমধ্যেই আবেদন করা হয়েছে। বছর দেড়েকের মধ্যে কারখানার নির্মাণ শেষ হয়ে যাবে বলে আশা করছি। মোট ৩,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম কারখানা তৈরির জন্য প্রয়োজনীয় জমি দিয়েছে।’

আরও পড়ুন: পুরনো পদ্ধতিতে ফিরল এনটিএ! ঘোষণা করা হল বাতিল নেট ও স্থগিত পরীক্ষাগুলির নতুন দিন

ওই কারখানায় কি তৈরী করা হবে? তা জানতে চাওয়া হলে এদিন সৌরভ বলেন, ‘এটা একটা ইন্টিগ্রেটেড স্টিল প্লান্ট হবে। টিএমটি বার-সহ ইস্পাতের অন্য সব পণ্যই উৎপাদিত হবে ওই কারখানায়।’ প্রসঙ্গত বর্তমানে ক্যাপ্টেন স্টিলের দু’টি কারখানা রয়েছে। যার মধ্যে একটি আসানসোলে এবং অন্যটি রয়েছে পাটনায়। সৌরভ জানিয়েছিলেন ২০০৭ সাল থেকে আসানসোলে কারখানা রয়েছে।প্রসঙ্গত গত বছরের সেপ্টেম্বরে রাজ্যে লগ্নি টানার লক্ষ্য নিয়ে স্পেন ও দুবাই সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Sourav 4

সেসসয় মাদ্রিদে আয়োজিত  শিল্প বৈঠক থেকেই সৌরভ ঘোষণা করেছিলেন, ‘আমরা বাংলায় তৃতীয় ইস্পাত কারখানা গড়ে তোলা শুরু করছি। এজন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে, আমি শুধু ক্রিকেট খেলেছি। কিন্তু, আমরা ২০০৭ সালে একটি ছোট ইস্পাত কারখানা চালু করেছিলাম এবং আগামী ৫-৬ মাসে আমরা মেদিনীপুরে আমাদের নতুন স্টিল প্লান্ট গড়ে তোলার কাজ শুরু করব।’ প্রথমে শালবনিতে সেই কারখানা তৈরির কথা ছিল। কিন্তু জমি পাওয়ার জটিলতার কারণে পরবর্তীকালে গড়বেতায় কারখানা গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর