কবে শুরু হবে বায়োপিকের স্ক্রিপ্ট লেখার কাজ? নিজেই জানালেন মহারাজ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেট সমর্থকদের মধ্যে। ভারতের অন্যতম এই সফল অধিনায়কের ভূমিকায় কাকে দেখা যাবে তা নিয়েও আলোচনা পর্যালোচনা কম হয়নি। সৌরভের জীবন মানেই বারবার রিজেকশন থেকে ফিরে এসে দুরন্ত কামব্যাকের গল্প। কোন কোন গল্প থাকবে সিনেমার পর্দায় তা নিয়েও ইতিমধ্যেই সমর্থকদের মধ্যে যথেষ্ট উত্তেজনা রয়েছে। এবার এই প্রসঙ্গে নিজেই মুখ খুললেন সৌরভ গাঙ্গুলী।

স্বাভাবিকভাবেই সকলের উৎসাহ ছিল স্ক্রিপ্ট লেখা কি শুরু হয়েছে? কবে রুপোলি পর্দায় আসতে চলেছে বাঙালির প্রিয় অধিনায়কের গল্প। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এবার এই নিয়ে মুখ খুললেন সৌরভ। দাদা চিরকালই সকলকে চমকে দিয়ে এসেছেন, একইসঙ্গে এবারও সকলকে চমকে দিয়ে তিনি জানিয়েছেন, নিজের বায়োপিকের জন্য স্ক্রিপ্ট লিখছেন নিজেই এবং তারপর তা প্রযোজকদের কাছে পাঠিয়ে দেবেন।

যদিও লেখা এখনও শুরু হয়নি তাই কোন কোন গল্প স্থান পাচ্ছে তা থেকে গেল অজানাই। তবে দাদা বলেন, বিশ্বকাপের পরেই নিজের স্ক্রিপ্টের জন্য কাজ শুরু করবেন তিনি। তিনি বলেন, “পুরো স্ক্রিপ্টটা আমি নিজেই লিখব। তারপর সেটা ওদের কাছে পাঠিয়ে দেব।” একইসঙ্গে তিনি জানান, “আসলে এখন প্রচণ্ড চাপের মধ্যে আছি। আইপিএল চলছে। তারপরই আবার বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে। বিশ্বকাপটা আগে শেষ হোক। তারপর স্ক্রিপ্ট তৈরির কাজ শুরু করব।”

ইন্টারভিউতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মুখ খুলেছেন বিসিসিআই প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন ভারত সব সময় ফেভারিট হিসাবেই শুরু করবে। কয়েকদিন ধরেই হার্দিক পান্ডিয়ার সূর্য কুমার যাদব এবং ঈশান কিশানের আইপিএল ফর্ম তুলছিলেন অনেকেই। সেই জল্পনায় সম্পূর্ণ জল ঢেলে দিয়ে বিসিসিআই প্রেসিডেন্ট বলেন, ওদের নিয়ে চিন্তার কোন কারণ নেই। প্রত্যেকে ভালো ক্রিকেটার, ঠিক পারফর্ম করবে। এবার ট্রফি জেতার ব্যাপারে যে তিনি প্রচণ্ড আশাবাদী একথাও জানাতে ভোলেননি সৌরভ।

 

X