বিরাট স্বস্তি পেলেন দাদা, দিতে হবে না দেড় কোটি টাকা পরিষেবা কর

বাংলা হান্ট ডেস্কঃ বিরাট স্বস্তি পেলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav ganguly)। কাস্টমস এক্সাইজ অ্যান্ড সার্ভিস ট্যাক্স অ্যাপেলেট ট্রাইবুনালের তরফ থেকে সৌরভ গাঙ্গুলীকে দেড় কোটি টাকা পরিষেবা কর ছাড় দেওয়া হল।

ক্রিকেট থেকে উপার্জিত অর্থ, বিভিন্ন নামিদামি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রচার, বিভিন্ন প্রোডাক্ট এর বিজ্ঞাপন, এছাড়া বিভিন্ন সংবাদমাধ্যমে কলাম এই সব কিছুর জন্যই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীকে পরিষেবা কর দিতে হবে বলে জানিয়েছিল কলকাতা সেন্টার এক্সাইজ ইনটেলিজেন্স।

169022111f84d981c4fd2726393203c2feb70e96b55f6626cc733c1664c28dc56afe40d3a 1

তবে এবার সেসটাটের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সৌরভ গাঙ্গুলীকে নিজের ‘ব্র্যান্ড ভ্যালু’ ব্যবহার করার জন্য কোন প্রকার পরিষেবা কর দিতে হবে না। সেসটাট জানিয়ে দিয়েছে, যদি কোন সেলিব্রিটি বিশেষ কোনো পণ্যের নাম না করে শুধুমাত্র নিজের ‘ব্র্যান্ড ভ্যালুর’ মাধ্যমে প্রচার করেন সেক্ষেত্রে সেটাকে পণ্য পরিষেবা করের আওতায় ধরা যায়না। আর সেই কারণে সৌরভ গাঙ্গুলীকে কোন প্রকার পরিষেবা কর দিতে হবে না। সেই সাথে এটাও জানিয়ে দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে সরকারি কোষাগারে সৌরভ গাঙ্গুলীর যে 1 কোটি 50 লক্ষ টাকা জমা ছিল সেটা সুদ সমেত এক মাসের মধ্যে সৌরভ গাঙ্গুলীকে ফেরত দিয়ে দেওয়া হবে।


Udayan Biswas

সম্পর্কিত খবর