বাংলা হান্ট নিউজ ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায় যে আর বিসিসিআই সভাপতি থাকছেন না সেই বিষয়টা সকলের কাছেই পরিষ্কার হয়ে গিয়েছে। কোনও তরফ থেকে দাবি করা হচ্ছে যে সৌরভ এবার আইসিসি চেয়ারম্যান হওয়ার পথে পা বাড়াচ্ছেন, সেই উদ্দেশ্যেই তাকে বিসিসিআই সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। আবার অন্য তরফ থেকে দাবি করা হচ্ছে যে তিনি বিসিসিআই সভাপতি থাকাকালীন ভারতীয় দলের পারফরম্যান্সে কোন অভূতপূর্ব উন্নতি দেখা যায়নি। সেই কারণেই সরিয়ে দেওয়া হচ্ছে তাকে।
সৌরভের এই খারাপ সময়ে তার পাশে দাঁড়িয়েছে বন্ধন ব্যাঙ্ক। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যখন সৌরভ অনুগামীরা তাদের প্রিয় দাদাকে সমবেদনা জানাচ্ছেন, আর সৌরভ বিরোধীরা ট্রোল, মিম ও নানান কাজিয়ায় মেতে রয়েছেন, ঠিক সেই সময় আত্তোন ভারতীয় অধিনায়ক কে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করল বন্ধন ব্যাঙ্ক।
একটি অফিসিয়াল বিবৃতিতে তারা বলেছেন, ‘সৌরভ গাঙ্গুলীকে আমাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। স্নেহের সাথে তাকে দাদা এবং ভারতীয় ক্রিকেটের মহারাজা বলা হয়। সৌরভ গাঙ্গুলী এখন থেকে ব্র্যান্ড বন্ধনব্যাঙ্কের কণ্ঠস্বর হবেন এবং আমাদের বার্তা জনগণের কাছে নিয়ে যেতে সাহায্য করবে। বোর্ডে স্বাগতম, দাদা!”
বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে অপসারণের পর এই বন্ধন ব্যাঙ্কের ইভেন্টে এসে প্রথমবার মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে আর বক্তব্যে উঠে এসেছে সচিন টেন্ডুলকার এবং নরেন্দ্র মোদির নাম। কিভাবে একজন মানুষ সফল হতে পারেন সেই বিষয়ে কথা বলতে গিয়ে সৌরভ বলেছেন, “সকলকে কিছু ছোট ছোট ধাপের মাধ্যমে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা স্থির করতে হয়। কেউ চাইলেই একদিনে মুখ মুকেশ আম্বানি, সচিন টেন্ডুলকার কিংবা নরেন্দ্র মোদি হতে পারবেন না। আমিও ক্রিকেট অধিনায়ক এবং ক্রিকেট প্রশাসক হিসেবে শূন্য থেকে শুরু করেছিলাম। প্রশাসক হিসেবে এখানেই আমার যাত্রার ইতিহাস আছে।”
তিনি আরও যোগ করে বলেছেন, “১৫ বছর আমি ক্রিকেটের মাঠে কাটিয়েছি। জীবনের শ্রেষ্ঠ সময় ছিল সেটা। তারপর কয়েক বছর ক্রিকেট প্রশাসকের দায়িত্ব পালন করলাম। কিন্তু আপনি সারাজীবন যেমন খেলোয়াড় হিসেবে থাকতে পারেন না তেমনি সারা জীবন প্রশাসক হিসেবে কাটাতে পারেন না। আমি এবার আরও বড় কিছু করার কথা ভাবছি।”