বিশ্বকাপের আগে কোহলিকে সাফল্যের মন্ত্র শোনালেন সৌরভ! বিরাট কি মানবেন?

   

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সামনেই রয়েছে এশিয়া কাপের (2023 Asia Cup) লড়াই। ভারত সহ বাকি বিশ্বকাপে (2023 ODI World Cup) অংশগ্রহণকারী দলগুলির কাছে সেটি হতে চলেছে একটি প্রস্তুতির মঞ্চ। বেশ কিছু ভারতীয় তারকা যারা আপাতত বিশ্রামে রয়েছেন, তারা ফের একবার মাঠে ফিরবেন ওই টুর্নামেন্টের মধ্যে দিয়ে। তাদের মধ্যেই একজন হলেন বিরাট কোহলি (Virat Kohli)।

কোহলি ছন্দেই রয়েছেন:
চলতি বছরে মোটের ওপর ভালোই ফর্মে রয়েছেন বিরাট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ বাদ দিলে বাকি সমস্ত টুর্নামেন্টেই তিনি রান পেয়েছেন। ভারতীয় সমর্থকরা আশা করবেন তিনি নিজের ফর্ম ধরে রাখতে পারবেন এশিয়া কাপে। তাহলে ভারতের কাজটা বেশ কিছুটা সহজ হয়ে যাবে।

kohli

টি-টোয়েন্টি খেলছেন না:
এই বছর যেহেতু ওডিআই বিশ্বকাপ তাই বিরাট কোহলি এই বছর শুধুমাত্র সেই ফরম্যাটেই গুরুত্ব দিতে চাইছেন। মাঝে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি টেস্ট ফরম্যাটে মাঠে নেমেছিলেন কিন্তু টি-টোয়েন্টি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখছেন তিনি। কিন্তু বিরাট কোহলির এই রণনীতির সঙ্গে একমত নন সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: Breaking: ভারতের এশিয়া কাপ স্কোয়াড সম্পর্কে বড় আপডেট সামনে এলো! ফের BCCI-এর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন

সৌরভের পরামর্শ:
সাম্প্রতী একটি সাক্ষাৎকারে নানান বিষয় নিয়ে মুখ খুলেছিলেন সৌরভ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাণ্ড থেকে শুরু করে ভারতের বিশ্বকাপের দল গঠন সব বিষয় নিয়ে কথা বলার সময় বিরাট কোহলিকে নিয়েও প্রশ্ন এসেছিল তার সামনে। সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তিনি মনে করেন বিরাট কোহলির এখনো সব ফরম্যাটেই ক্রিকেট খেলা উচিত।

আরও পড়ুন: প্রিয় সংবাদমাধ্যমই ছড়িয়েছে মিথ্যা খবর! সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ বিরাট কোহলির

তিন ফরম্যাটের নায়ক:
সকলেই জানেন যে কোহলি একমাত্র এমন ব্যাটার, যিনি দীর্ঘদিন ধরে ৩ ফরম্যাটেই সফলতা পেয়েছেন। সেই কথাটা মনে করিয়ে দিয়ে প্রাক্তন বিসিসিআই সভাপতি বলেছেন, “বিরাট কোহলি যতদিন মাঠে নামতে চায় ততদিন আমি মনে করি ওর তিন ফরম্যাটেই খেলা চালিয়ে যাওয়া উচিত। সকলে দেখেছে যে কিভাবে ও টেস্ট, ওডিআই বা টি-টোয়েন্টি সব জায়গাতে সফলতা পেয়েছে। বিশ্বের যে কোনও প্রান্তে ও সফল।” এবার দেখার বিরাট কোহলি ভবিষ্যতে সৌরভের এই পরামর্শ মানেন কিনা।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর