মানবিক মহারাজ! করোনা আর্তদের পাশে দাঁড়াতে অক্সিজেন নিয়ে হাজির হলেন সৌরভ গাঙ্গুলি

বাংলা হান্ট ডেস্কঃ দেশজুড়ে এই করোনা আবহে দেখা দিয়েছে প্রবল অক্সিজেন সংকট। অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন শয়ে শয়ে মানুষ। এবার অক্সিজেন নিয়ে হাজির হলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। কোভিড আর্তদের সাহায্যে এবার এগিয়ে এলেন মহারাজ। বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালকে দুটি অক্সিজেন কনসেনট্রেটর দিলেন দাদা। যা ব্যবহার করা হবে করোনা আক্রান্ত গুরুতর রোগীদের চিকিৎসার জন্য।

অক্সিজেন পাওয়ার কথা শনিবার একটি চিঠি লিখে সৌরভ গাঙ্গুলীকে জানিয়েছেন বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট। চিঠিতে তিনি লিখেছেন, ” তানিয়া ভট্টাচার্য নামে এক মহিলা মারফত দুটি অক্সিজেন কনসেনট্রেটর পেয়েছে হাসপাতাল। এই অক্সিজেন কনসেনট্রেটর গুলি ব্যবহার করা হবে হাসপাতালে ভর্তি করোনা রোগীদের চিকিৎসায়।” সেই সঙ্গে বেহালাবাসীর পাশে দাঁড়ানোর জন্য সৌরভ গাঙ্গুলী কে ধন্যবাদ জানানো হয়েছে হাসপাতালের তরফ থেকে।

n276771478db6920252d92d50d8ef5f7925639d48068272f846913f1bd31618153eda9a013

এই মুহূর্তে গোটা দেশজুড়ে দেখা দিয়েছে চরম অক্সিজেন সংকট। দেশের বড় বড় শহর মুম্বাই, দিল্লিতে ইতিমধ্যেই অক্সিজেনের অভাবে মারা গিয়েছেন অনেক মানুষ। এবার ব্যাপক মাত্রায় করোনা সংকট দেখা দিল কলকাতাতেও। অপরদিকে তীব্র মাত্রায় বেড়ে চলেছে অক্সিজেনের কালোবাজারি। আর এমন সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর