সুনীল ছেত্রীকে চিনতে ভুল করলেন সৌরভ, টুইট করে শুভেচ্ছা জানাতে গিয়ে ঘটলো বিপত্তি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী কে চিনতে ভুল করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। কালকে ভারতীয় দল এশিয়ান কাপ এর জন্য যোগ্যতা অর্জন করেছে। ডি গ্রূপে মাত্র দুটি ম্যাচ খেলেই এই যোগ্যতা অর্জন করে ফেলেছিল ভারত। যোগ্যতা অর্জুন পর্বে নিজেদের শেষ ম্যাচে হংকংকে বড় ব্যবধানে হারিয়েছেন সুনীল ছেত্রীরা। তার আগে সকালবেলায় বি গ্রূপে ফিলিপিনস কে হারিয়ে দিয়েছিল প্যালেস্টাইন। তখনই ভারতের যোগ্যতাঅর্জন নিশ্চিত হয়ে গিয়েছিল। সেই সময়ে ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী কে শুভেচ্ছা জানাতে গিয়ে একটি ভুল করে বসেন সৌরভ গাঙ্গুলী।

সৌরভ গাঙ্গুলী টুইটারে লেখেন, “দুর্দান্ত কাজ করে দেখিয়েছে ভারতীয় ফুটবল টিম। সুনীল ছেত্রীর নেতৃত্বে ভারতীয় দল ২০২৩ এএফসি এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছে। গোটা দল দুর্দান্ত মানসিকতা দেখিয়েছে এবং এই কৃতিত্ব অর্জনের জন্য ভারতীয় ফুটবলের মক্কা যুবভারতীর থেকে আর ভালো জায়গা আর হতে পারত না।” কিন্তু এই সময় নিজের পোস্টে সুনীল ছেত্রী হিসাবে তিনি যাকে ট্যাগ করেছিলেন তিনি ভারতীয় দলের অধিনায়ক ছিলেন না। ছিলেন একজন নেপালি মানুষ।

সেই নেপালি ব্যক্তিটি সঙ্গে সঙ্গে সৌরভের ভুলটি ধরিয়ে দেন। তিনিও টুইট করে লেখেন, “হাই সৌরভ, আমি সুনীল, নেপাল থেকে কথা বলছি। আমি আপনাদের অধিনায়ক সুনীল ছেত্রী নই। দয়া করে আপনার ভুলটি শুধরে নেবেন।” তারপরই ভাইরাল হয়েছে ওই দুটি টুইট। নেটিজেনদের অনেকে সৌরভকে ব্যঙ্গও করেছেন।

su neel

খেলার প্রসঙ্গে বলতে গেলে এই প্রথমবার ঈগর স্টিমাকের কোচিংয়ে টানা তিনটি ম্যাচে জয়ের মুখ দেখল ভারত। প্রতিটি ম্যাচেই গোল পেলেন সুনীল ছেত্রী। কালকে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করেন ভারত অধিনায়ক। দেশের জার্সি গায়ে এটি ছিল সুনীলের ৮৪ নম্বর গোল। হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঞ্চ পুস্কাসকে ছুঁয়ে ফেললেন ভারতীয় কিংবদন্তি। তার আগে ম্যাচ শুরুর প্রথম মিনিটেই ভারতকে এগিয়ে দিয়েছিল আনোয়ার আলী। দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটে এবং অতিরিক্ত সময়ে গোলের দেখা পান মানবীর সিং এবং ঈশান পন্ডিতা।

Reetabrata Deb

সম্পর্কিত খবর