সত্যিই বাংলার গর্ব! পুজোর মাঝেই সৌরভ যা করলেন … ধন্য ধন্য করছে সকলে!

বাংলা হান্ট ডেস্কঃ কেউ তাঁকে বলে ‘মহারাজ’, কেউ ‘প্রিন্স অফ ক্যালকাটা’। অনেকের কাছে আবার তিনি শুধুই ‘দাদা’। এবার সেই সৌরভ গাঙ্গুলিই এমন এক সিদ্ধান্ত নিলেন, প্রশংসা করছেন সকলে। সম্প্রতি আরজি কর কাণ্ডের আবহে সৌরভের (Sourav Ganguly) বেশ কিছু মন্তব্য ঘিরে বিতর্ক হয়েছিল। তবে এবার মানবতার উদযাপনে মাতলেন তিনি।

  • সৌরভের (Sourav Ganguly) সিদ্ধান্তের প্রশংসা করছেন সকলে!

মহাপঞ্চমীর দিন অনেকে যখন ঠাকুর দেখতে ব্যস্ত, সেই সময় সৌরভ পৌঁছে গিয়েছিলেন আপনজন নামের একটি হোমে। সেখানকার শিশুদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান তিনি। এই হোমে যারা থাকেন তাঁরা মা-বাবাদের থেকে দূরে একা থাকেন। অনেকে আবার বিশেষভাবে সক্ষম, যে কারণে তাঁদের মা-বাবা ছেড়ে চলে গিয়েছেন। কেউ আবার অনাথ (Orphan Children)।

পুজোর আবহে এই শিশুদের জন্য বই, খাতা, পেন, চকোলেট নিয়ে আপনজন হোমে গিয়েছিলেন সৌরভ (Sourav Ganguly)। শুধু তাই নয়! এদিন ২০০টি খুদের পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ‘মহারাজ’। একইসঙ্গে তাঁদের সকল খরচ ও অন্যান্য দায়দায়িত্বও নিজের কাঁধে তুলে নেন তিনি।

আরও পড়ুনঃ অবিবাহিত, নিঃসন্তান! রতন টাটার উত্তরসূরি কে হবেন? এই চার নাম নিয়ে চলছে জল্পনা

যদিও এই প্রথম নয়, এর আগেও ‘আপনজন’ হোমে গিয়েছেন সৌরভ। সেখানকার শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। তবে এবার এই কচিকাঁচাদের জন্য বিরাট সিদ্ধান্ত নিলেন ‘দাদা’। একথা প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনেকে। কেউ কেউ আবার বলছেন, সৌরভ ফের একবার বুঝিয়ে দিলেন কেন তাঁকে ‘বাংলার গর্ব’ বলা হয়।

Sourav Ganguly Apanjan NGO kids

উল্লেখ্য, আরজি কর কাণ্ডের আবহে সৌরভের (Sourav Ganguly) মন্তব্য ঘিরে বেশ কিছু বিতর্ক মাথাচাড়া দিয়েছিল। ‘দাদা’র মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিলেন অনেকে। অবশ্য শুধু ‘মহারাজ’ নন, তাঁর স্ত্রী তথা প্রখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরেও ব্যাপক বিতর্ক হয়েছিল। যদিও পুজোর আবহে সেসব বিতর্ক অনেকটাই কমে এসেছে। এবার আপনজন হোমের শিশুদের জন্য সৌরভ যা করলেন, তাতে ফের একবার সকলের মন জয় করে নিলেন তিনি।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর