স্ত্রী ডোনা ঘুরছেন লন্ডনে, কলকাতায় কাজে ব‍্যস্ত সৌরভ, স্ত্রীকে খোঁচা বিসিসিআই সভাপতির

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিসিসিআই সভাপতির দায়িত্ব সামলে আবার ‘দাদাগিরি’র সঞ্চালনার কাজও করেন সৌরভ গঙ্গোপাধ‍্যায় (Sourav Ganguly)। চূড়ান্ত ব‍্যস্ত ‘দাদা’। অফিশিয়াল কাজ সামলে আবার শুটিং সেটে আসেন তিনি। এক মুহূর্তের জন‍্যও ক্লান্তি দেখা যায় না সৌরভের মুখে। বরং প্রতিযোগীদের সঙ্গে হাসি ঠাট্টা মশকরায় মেতে ওঠেন তিনি। এবার সোশ‍্যাল মিডিয়ায় স্ত্রী ডোনা গঙ্গোপাধ‍্যায়ের (Dona Ganguly) সঙ্গে খুনসুটিতে মাতলেন তিনি।

লন্ডনে পড়াশোনা করছেন সৌরভ ডোনার আদরের কন‍্যা সানা গঙ্গোপাধ‍্যায়। বহুবার গর্ব করে একথা বলতে শোনা গিয়েছে মহারাজকে। কিন্তু বাবার মন তো। তাই সানাকে একা ছাড়তে সাহস পাচ্ছিলেন না সৌরভ। অগত‍্যা ডোনা গিয়েছেন লন্ডনে মেয়ের সঙ্গে থাকতে। অবশ‍্য মাঝে মধ‍্যেই তিনি কলকাতা লন্ডন যাতায়াত করছেন।


আপাতত লন্ডনেই রয়েছেন ডোনা। সেখানেই একটি রেস্তোরাঁয় বসে লাঞ্চ করতে দেখা গিয়েছে তাঁকে। ছবিটি শেয়ার করতেই স্ত্রীর সঙ্গে একটু দুষ্টুমি করতে ইচ্ছা হয়েছে সৌরভের। কমেন্টে তিনি লিখেছেন, ‘ইশশ! কেউ ছুটি কাটাচ্ছে আর কেউ সারাক্ষণ কাজ করে চলেছে।’

সম্প্রতি দাদাগিরিতে ভ‍্যালেন্টাইনস ডে স্পেশ‍্যাল পর্বে দাদার জন‍্যও এক বিশেষ বার্তা ছিল তাঁর ভ‍্যালেন্টাইনের তরফে। ভিডিও বার্তায় ডোনা গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা যায়, ‘দাদা ছোটবেলা থেকেই আমার ভ‍্যালেন্টাইন, এখনো আমার ভ‍্যালেন্টাইন’। লজ্জায় লাল হয়েও উচ্ছ্বসিত সৌরভ। বলে ওঠেন, “ভালবাসা এই পৃথিবীর সেরা জিনিস।”

https://www.instagram.com/p/CZp68eYts0r/?utm_medium=copy_link

 

কিশোর বয়সে ডোনার প্রেমে পড়েছিলেন সৌরভ। প্রতিবেশী হলেও দুই বাড়ির মধ‍্যে কিন্তু সখ‍্যতা একেবারেই ছিল না। আর সেই বাড়িরই মেয়ের প্রেমে পড়েন সৌরভ। আর শুধু প্রেমে পড়া না। বাড়িতে লুকিয়ে ১৯৯৬ তে চুপিচুপি আইনি বিয়ে সেরে ফেলেন দুজনে। পরে অবশ‍্য দুই বাড়িতেই সবটা ফাঁস হয়ে যায়। তারপর সামাজিক রীতি মেনে ধুমধাম করে বিয়ে হয় সৌরভ ডোনার।

সম্পর্কিত খবর

X