টাইমলাইনখেলাক্রিকেট

মহারাজকীয় কামব্যাক সৌরভের, IPL-এ এই গুরুদায়িত্ব পেতে চলেছেন দাদা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত অক্টোবর মাসে বিসিসিআইয়ের (BCCI) সভাপতি হিসেবে সৌরভের (Sourav Ganguly) মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তার জায়গায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ১৯৮৩ সালের বিশ্বকাপ (ODI World Cup 1983) জয়ী মিডিয়াম পেসার রজার বিনি (Roger Binny)। তারপর সৌরভ ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি সিএবি (CAB) সভাপতির দায়িত্বে থাকবেন। কিন্তু শেষ পর্যন্ত সিএবির নতুন সভাপতি হয়েছে তারই নিজের দাদা স্নেহাশীষ গাঙ্গুলী। এমন অবস্থায় সৌরভ গঙ্গোপাধ্যায় পরবর্তীতে কি করবেন তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল।

অবশেষে যাবতীয় জল্পনা কল্পনা মিটে গেল এবং পাওয়া গেল যাবতীয় প্রশ্নের উত্তর। ফির একবার আইপিএলের (IPL) মঞ্চে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অবশ্যই প্লেয়ার হিসেবে নয়, সৌরভ ফিরছেন একজন ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে। এর আগে তিনি যখন খেলা ছাড়ার পর আইপিএলে ফিরেছিলেন তখন তিনি দায়িত্ব পালন করেছিলেন একজন মেন্টরের। এবার তার গুরুত্ব আরো বাড়ছে।

Sourav Ganguly,IPL,Director of Cricket,Delhi Capitals,IPL 2023,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

অন্য কোন ফ্র‍্যাঞ্চাইজি নয়, নিজের পুরনো দল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবেই কাজ করবেন সৌরভ। সংবাদ সংস্থা পিটিআইকে এই খবর জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী। কেন দিল্লি ক্যাপিটালস কি এই কাজের জন্য বেছে নিচ্ছেন সৌরভ সেই তথ্যও তিনি প্রকাশ করেছেন।

তিনি জানিয়েছেন, “হ্যাঁ, দিল্লি ক্যাপিটালসেই এই বিশেষ দায়িত্ব নিয়ে ফিরছেন সৌরভ। যাবতীয় কথাবার্তা এবং চুক্তিপত্র পাকা হয়ে গিয়েছে। এর আগেও তিনি ফ্র‍্যাঞ্চাইজিটির সাথে কাজ করেছেন এবং কর্তাদের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো। একটা বিষয় অনেক আগে থেকেই পরিষ্কার ছিল, সেটা হল এই যে, সৌরভ যদি আইপিএলে কোন দলের হয়ে কাজ করেন তাহলে সেটা দিল্লি ক্যাপিটালস ছাড়া অন্য কোনও দল হতো না।”

তবে শুধু দিল্লির দলটি নয়, এই ফ্র‍্যাঞ্চাইজির অন্তর্ভুক্ত আরও দুটি দল দুবাই ক্যাপিটালস এবং প্রিটোরিয়া ক্যাপিটালসের সাথেও কাজ করতে দেখা যেতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। যতক্ষণ না অফিসিয়াল ঘোষণা হচ্ছে ততক্ষণ অবশ্যই সেই সম্পর্কে নিশ্চিত হওয়ার কোন উপায় নেই। তবে সৌরভকে এই নতুন অবতার দেখে চমকে গিয়েছেন অনেকেই।

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker