‘দাদা’ও ছিলেন দস‍্যি, গুঁড়িয়ে দিয়েছিলেন হবু স্ত্রী ডোনার বাড়ির কাঁচ! দিতিপ্রিয়াকে দুষ্টুমির গল্প শোনালেন সৌরভ

বাংলাহান্ট ডেস্ক: ক্রিকেটের মাঠে সৌরভ গঙ্গোপাধ‍্যায় (sourav ganguly) বা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ‍্যায়ের সঙ্গে ‘দাদাগিরি’র মঞ্চে দেখা মানুষটার মধ‍্যে বিস্তর ফারাক। শোয়ের মঞ্চে সৌরভ যেন পাশের বাড়ির ছেলে, আট থেকে আশি সকলের প্রিয় ‘দাদা’। নিজের পদমর্যাদা দূরে সরিয়ে রেখে অনায়াসে যিনি ছোটবেলার করা দুষ্টুমির কথা ফাঁস করে দেন।

দাদাগিরির মঞ্চে সৌরভের ব‍্যক্তিগত জীবনের অজানা গল্প প্রায়ই উঠে আসে। মহারাজ নিজেই সেসব গল্প শেয়ার করেন। সম্প্রতি শোতে খেলতে এসেছিলেন দিতিপ্রিয়া রায় (ditipriya roy), অর্জুন চক্রবর্তী, সুদীপ সরকার, চিত্রাঙ্গদা চক্রবর্তী সহ ওয়েব সিরিজ ‘মুক্তি’র গোটা টিম। দিতিপ্রিয়াদের সঙ্গে সৌরভও ফিরে গিয়েছিলেন নিজের ছোটবেলায়।

PicsArt 02 02 03.46.04 scaled
এদিন পর্দার ‘রাণী রাসমণি’ জানান, এখনো পর্যন্ত মায়ের হাতে মার খান তিনি। দু মাস অন্তর অন্তর মা ‘ঠাণ্ডা’ রাখে তাঁকে। সৌরভকেও কি তাঁর মা এমন ঠাণ্ডা রাখতেন? উত্তরে দাদা জানান, রাখতেন কী? এখনো দরকার হলে ছেলেকে ‘ঠাণ্ডা’ করে দেন তাঁর মা। শুধু বয়সটা বাড়ার জন‍্য এখন আর দিতিপ্রিয়ার মতো মায়ের হাতে মার খেতে হয় না তাঁকে।

এই প্রসঙ্গেই ছোটবেলার আরেক মজার গল্প শেয়ার করেন সৌরভ। এখন সেটা মজার লাগলেও তখন দাদার কাছে অবশ‍্য ‘দুঃস্বপ্ন’এর মতো ছিল। তখন তিনি অনেকটাই ছোট। তাঁদের প্রতিবেশীই ছিলেন এখনকার স্ত্রী ডোনা গঙ্গোপাধ‍্যায়। যদিও তখন দুজনের আলাপ হয়নি।

https://www.instagram.com/tv/CZZ2FQDpzam/?utm_medium=copy_link

 

তা তখন নিজের কাকার ছেলের সঙ্গে মিলে ডোনা ‘ম‍্যাডাম’ এর বাড়ির সুন্দর কাঁচগুলো চুরমার করে দিয়েছিলেন খেলনা বন্দুক দিয়ে। ঠিক সেদিনই সপরিবারে মানালি যাওয়ার কথা ছিল সৌরভদের। কিন্তু দুষ্টুমি করে পার পাননি মহারাজ। সৌরভ জানান, সবে গাড়িতে উঠে বসেছেন স্টেশনে যাবেন বলে‌।

তখনি ডোনার বাড়ির এক বয়স্থ সদস‍্য সৌরভের বাবার কাছে নালিশ করে দেন ছেলের নামে। তারপরের কথা মনে করে এই বয়সেও প্রমাদ গোনেন  দাদা। ১৫ মিনিট ধরে বাবার মার খেতে হয়েছিল তাঁকে। এমনকি মানালি গিয়েও ওই ১৫ মিনিটের কথা ভোলেননি সৌরভ। বিসিসিআই সভাপতির দুষ্টুমির কথা শুনে তখন হাসির রোল দাদাগিরির মঞ্চে

Niranjana Nag

সম্পর্কিত খবর