দৈনিক দশ হাজার মানুষের মুখে খাদ্য তুলে দেওয়ার দায়িত্ব নিলেন সৌরভ গাঙ্গুলি।

এই মুহূর্তে দেশজুড়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা ঠেকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে 21 দিনের লকডাউন ঘোষণা করেছেন। এই লকডাউনের দিনে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে হয়েছে দিন মজুরদের। তাই গরিবদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে খাবার তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রাপ্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

এবার প্রতিশ্রুতি মতোই কলকাতার ইসকন হাউজে হাজির হয়ে গরিবদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সৌরভ গাঙ্গুলি। হাতে গ্লাভস এবং মুখে মাস্ক পড়ে এইদিন ইসকনে হাজির হয়ে তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন সৌরভ গাঙ্গুলি। আগেই দেশবাসীর কাছে লকডাউন মেনে চলার আবেদন জানিয়েছিলেন দাদা, সকলকে বাড়িতে থাকার আবেদনও জানিয়েছিলেন তিনি এবার ইসকন হাউজে গিয়েও সেই একই বার্তা দিলেন মহারাজ। কেউ যাতে বেশি ভিড় না করে সেই ব্যাপারেও দাদা বেশ সচেতন ছিলেন এইদিন।

5535693452223975cf777c7bde11b29afbefed7a

এইদিন ইসকনে গিয়ে দৈনিক দশ হাজার মানুষের খাওয়ার দায়িত্ব নেন সৌরভ গাঙ্গুলি। ইসকনের তরফে জানানো হয়েছে আগে আমরা দৈনিক দশ হাজার মানুষকে খাবার খাওয়াতাম এবার থেকে সৌরভ গাঙ্গুলির সাহায্য পাওয়ায় ফলে দৈনিক কুড়ি হাজার মানুষের মুখে খাবার তুলে দিতে পারবো। এর আগে বেলুড় মঠে গিয়ে 2000 কেজি চাল দিয়ে আসেন সৌরভ গাঙ্গুলি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর