বাংলা হান্ট ডেস্কঃ জল্পনা চলছিলো বহুদিন ধরেই আর এবার একটি টুইট ঘিরে সেই জল্পনাই সত্যি হতে চলেছে। বর্তমানে খবরের শিরোনামে উঠে আসছে যে টুইটটি, তাকে এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ বলা যেতেই পারে। আসলে বেশ কয়েকদিন ধরেই খবর রটতে থাকে যে, হয়তো শেষ পর্যন্ত রাজনীতিতে যোগ দিতে চলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক ‘মহারাজ’ সৌরভ গাঙ্গুলি। যদিও, সেই সময় এ সম্পর্কে কোনও রকম মন্তব্য করতে দেখা যায়নি সৌরভকে। তবে সদ্য তাঁর একটি টুইট সেই জল্পনাটিকে আরো বাড়িয়ে তুললো বলেই মত বিশেষজ্ঞদের।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের সময় সৌরভ গাঙ্গুলির বিজেপি দলে যোগদান করার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হয়ে ওঠে। যদিও অতীতের সেই সম্ভাবনায় একপ্রকার জল ঢেলে দেন প্রাক্তন এই ক্রিকেটার। এরপর বহু ক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যায় সৌরভকে তো আবার অন্যদিকে তাঁর বাড়িতে অমিত শাহের নৈশভোজের পর সেই জল্পনা আরো বৃদ্ধি পায়। এমনকি রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য হিসেবে সৌরভের নাম থাকার সম্ভাবনাও ক্রমশ উজ্বল হয়ে ওঠে। আর সেই প্রসঙ্গেই এদিন তাঁর একটি টুইট ক্রমশ ভাইরাল হয়ে উঠেছে।
কি এমন রয়েছে সেই টুইটে?
সৌরভ গাঙ্গুলী লেখেন, “1992 সালে ক্রিকেট খেলা শুরু করার পর এবছর তথা 2022 এ আমার ক্রিকেট যাত্রার 30 বছর পূর্ণ হতে চলেছে। এই সময়ের মধ্যে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। বিশেষ করে আপনাদের সকলের প্রচুর সমর্থন পেয়েছি আমি। যেভাবে আপনারা আমার পাশে সব সময় দাঁড়িয়েছেন এবং সমর্থন জুগিয়েছেন, তার জন্য আমি সকল ফ্যানেদের আমার ধন্যবাদ জানাতে চাই। আজ আমি এক নতুন যাত্রা শুরু করতে চলেছি যা অনেক মানুষকে সাহায্য করবে বলে আমার মত। আমি আশা করব, এক্ষেত্রে আপনারা আমাকে সমর্থন করবেন।”
— Sourav Ganguly (@SGanguly99) June 1, 2022