বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), আজ নিজের ৫১ তম জন্মদিনের মুহূর্তে কিছু নতুন উদ্যোগের ঘোষণা করবেন এমনটা আগেই উল্লেখ করেছিলেন। সেই অনুযায়ী তার নতুন অ্যাপ, “সৌরভ গাঙ্গুলী মাস্টারক্লাস” (Sourav Ganguly Masterclass) উদ্বোধন করেছেন তিনি। তার এই অ্যাপে “লিডারশিপ টু গ্রেটনেস” নামে পরিচিত একটি অনলাইন কোর্সও রয়েছে, যা তার নেতৃত্বের শৈলী জীবনের অন্যান্য ক্ষেত্রে প্রয়োগ করা যায়, সেই সম্পর্কে সমাজের সর্বস্তরের লোকেদের অনুপ্রাণিত করে।
সৌরভ গাঙ্গুলীর এই অ্যাপটি Classplus-এর সহায়তায় তৈরি হয়েছে। অনলাইন কোর্সের বিকাশ এবং স্কেলিংয়ের ক্ষেত্রে শিক্ষাবিদ এবং বিষয়বস্তু নির্মাতাদের সহায়তা করার জন্য ভারতের শীর্ষ প্ল্যাটফর্ম এটি। সৌরভ নিজেই ২০২০ সাল থেকে Classplus-এ একজন বিনিয়োগকারী।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের এই নতুন ধরনের প্রথম ইনস্ট্রাকশনাল নির্দেশমূলক সফ্টওয়্যারটি এখন সমস্ত অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য প্লে স্টোরে উপলব্ধ। কোর্সের বিস্তৃত বিষয়বস্তু ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় উপলব্ধ। গুরুত্বপূর্ণভাবে বিষয় হলো এইটাই যে সৌরভের এই নতুন উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য সমস্ত কোর্সের আয় প্রদান করবে।
সৌরভ গাঙ্গুলী নিজে এই বিষয়ে বলেছেন, “একজন নেতা এবং একজন ক্রীড়াবিদ হিসাবে, আমার মূল মূল্যবোধের আস্থা রাখাই আমার সাফল্যের মূল রহস্য। আমি অত্যন্ত চাপ সামলে জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কাজ করার জন্য আমার কয়েক দশকের অভিজ্ঞতা, বাস্তব জ্ঞান এবং শেখা বিষয়বস্তু ভাগ করে নিতে চাই। এই কোর্সটি আমার উত্তরাধিকার, যা আমি রেখে যেতে চাই।”
অনেকেই আশা করেছিলেন যে নিজের জন্মদিনের দিন যে বিশেষ ঘোষণাটি সৌরভ করতে শুনেছেন তা হবে তার আত্মজীবনীমূলক সিনেমা বা বায়োপিক সংক্রান্ত। তেমনটা না হওয়ায় কিছু ক্রিকেটপ্রেমী হতাশ হয়েছেন। সৌরভের বায়োপিক সংক্রান্ত একটি ঘোষণা বহুদিন ধরেই প্রত্যাশা করছেন ক্রিকেটপ্রেমীরা।