বাংলা হান্ট ডেস্ক:সেমি ফাইনালে ভারতীয় দলের ধরাশায়ী হওয়ার পরই ভারতীয় দলের পরবর্তী কোচ নিয়ে মানুষের আগ্রহ বেড়ে ওঠে।রবি শাস্ত্রীর পরবর্তী তে কোচ হিসাবে কাকে বেছে নেবে বিসিসিআই, এই প্রশ্নই এখন চলছে ভারতীয় ক্রিকেটমহলে।বি সি সি আই এর তরফ থেকে পরবর্তী কোচ নির্বাচনের জন্য একটি কমিটিও গঠন করা হয়। দাওয়া হয় বিজ্ঞাপন। একের পর এক নাম করা ক্রিকেট তারকার নাম জমা পড়েছে সেই আবেদন কারীদের তালিকায়।টম মুডি, মাইক হেসন, রবিন সিং, লালচাঁদ রাজপুত, গ্যারি কার্স্টেনের মতো তারকারা ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন। তবে ক্রিকেট মহলের অনেকেই মনে করছেন, রবি শাস্ত্রীকেই আরও একবার তাঁকেই সুযোগ দেওয়া হতে পারে। এবার হলো এক অন্য ঘটনা। শহরের এক অনুষ্ঠানে অতিথি হিসাবে এসেছিলেন মহারাজ। সেখানে তাঁর কাছে প্রশ্ন করা হয়, ভারতীয় দলের পরবর্তী কোচ হিসাবে তিনি কাকে দেখতে চান মহারাজ । জবাবে তিনি, ”কোনও হেভিওয়েট প্রার্থী তো তেমনভাবে চোখে পড়ছে না। জয়বর্ধনে আবেদন করেছে বলে শুনেছিলাম। এখন জানলাম, ও নাকি আবেদন করেনি।”
আবার ভারতীয় ক্রিকেট সমর্থকদের একটা বড় অংশ বহুদিন ধরেই সৌরভকে কোচ হিসাবে দেখতে চাইছেন। এদিন সৌরভের কাছে প্রশ্ন এল,তাকে কি কখনও ভারতীয় দলের কোচ হিসাবে দেখা যেতে পারে? সৌরভ উত্তর দিলেন, ”এখন অন্য অনেক কাজ নিয়ে আমি ব্যস্ত। তাই আবেদন করিনি। ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আমি আগ্রহী। তবে সেটা এখনই সম্ভব নয়। সিএবি, আইএসএল, টিভি শোয়ের একাধিক কাজ রয়েছে। সেগুলো মিটলে ভবিষ্যতে কখনও আবেদন করতেই পারি।”সুতরাং ভবিষ্যতে দাদাকে ভারতীয় দলের কোচ হিসেবে দেখার সম্ভাবনা যে আছে তা বলাই যেতে পারে।