শ্রীলঙ্কা থেকে এশিয়া কাপ সরানো নিয়ে বড় মন্তব্য করলেন BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলি

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মুহূর্তে চূড়ান্ত অর্থনৈতিক অবনতির সম্মুখীন হয়েছে ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। স্বাধীনতার পর এত সংগীন অবস্থা কোনদিনও দেখিনি শ্রীলঙ্কা বাসী। জ্বালানী, বিদ্যুৎ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, সবকিছুই এখন অগ্নিমূল্য এবং সবকিছুরই ঘাটতি দেখা যাচ্ছে দ্বীপ রাষ্ট্রতে। সোজা হবে বলতে গেলে এখন দেউলিয়া হয়ে পড়েছে সেই দেশ।

<span;>এইমুহূর্তে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে উত্তাল সেই দেশ। কিন্তু তার মধ্যেও ক্রিকেট থেমে নেই শ্রীলঙ্কার মাটিতে। অস্ট্রেলিয়ার সঙ্গে সীমিত ওভারের এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে ফেলেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এরপর পাকিস্তানও শ্রীলঙ্কার মাটিতে ট্যুরে যাচ্ছে। তারপর আগস্টের শেষ দিক থেকে সেপ্টেম্বরের শুরুতে সেই দেশে আয়োজিত হওয়ার কথা এশিয়া কাপের। কিন্তু সেই টুর্নামেন্ট এবার শ্রীলঙ্কার মাটিতে হবে কিনা তা নিয়ে বেশ কয়েকটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।

<span;>অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি সিরিজ সফলভাবে আয়োজন করলেও বা পাকিস্তানের বিরুদ্ধে একটি সিরিজ আয়োজন করতে চললেও এশিয়া কাপের ব্যাপার সম্পূর্ন আলাদা। প্রায় তিন সপ্তাহ ব্যাপী একটি টুর্নামেন্ট আয়োজন করতে যা যা ব্যবস্থা নেওয়া দরকার তা দেশের এই অর্থনৈতিক এবং রাজনৈতিক অচলাবস্থার মধ্যে করা কতটা সম্ভব হবে  সেই নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।

<span;>প্রয়োজন পড়লে শ্রীলঙ্কা থেকে এশিয়া কাপ সরানো হলে ভারত সে টুর্নামেন্ট আয়োজন করতে পারবে কিনা এই প্রশ্ন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর সামনে রাখা হয়েছিল। সৌরভ এই প্রশ্নের জবাবে বলেছেন যে এখনই তারা এই নিয়ে কোনো মন্তব্য করতে চান না। অস্ট্রেলিয়া টিম ইতিমধ্যেই ওখানে নিরাপদে সফর সম্পন্ন করে ফিরেছে। গোটা পরিস্থিতির ওপরই বিসিসিআই নজর রাখছে। আরও এক মাস অপেক্ষা করতে প্রস্তুত তারা।

X