বিশ্বকাপে এই গুরুদায়িত্ব পেতে চলেছেন সৌরভ! প্রাক্তন BCCI সভাপতির জন্য বিশেষ ভাবনা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আসন্ন ওডিআই বিশ্বকাপে (ODI World Cup 2023) ইডেন গার্ডেন্স (Eden Gardens) বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে। ভারতের একটি ম্যাচ ছাড়াও ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলি একটি করে ম্যাচ খেলবে এই স্টেডিয়ামে। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তান দুটি করে ম্যাচ খেলবে ক্রিকেটের নন্দনকাননে। সেই সঙ্গে যদি ভারত এবং পাকিস্তান সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হয় তাহলে আয়োজিত হবে ইডেনেই।

এতগুলি গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব পেয়ে খুশি সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তার ক্রিকেট কেরিয়ার খুব একটা সফল হয়নি। তার বদলে এই বাংলা রঞ্জি দলে একবার জায়গা পেয়ে তার ভাই সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নিজেকে অমর করে ফেলেছেন। তবে সেই নিয়ে স্নেহাশিসবাবুর কোনও আক্ষেপ নেই। তাই বিশ্বকাপেও তিনি নিজের ভাইকে একটি গুরুদায়িত্ব নিতে চলেছেন।

জানা গিয়েছে বিশ্বকাপ আয়োজনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করবে সিএবি যা নিয়ে কোনও নিয়ম এতদিন তাদের সংবিধানে উল্লেখ ছিল না। কিন্তু সেই কমিটির দায়িত্ব দেওয়া হবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে এবং তাকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত করতে পারলে গোটা ব্যাপারটা মহারাজ এর অভিজ্ঞতায় আরো সুন্দরভাবে সম্পন্ন হবে বলে বিশ্বাস করেন স্নেহাশিস।

bcci sourav ganguly reuters file 1575197401

প্রাক্তন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গে তার ঠান্ডা লড়াইয়ের কথা সকলেরই জানা রয়েছে। কিন্তু বিশ্বকাপে এতগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের দায়িত্ব পাওয়ার পর অভিষেকের কথাও তার মুখে শোনা গিয়েছে। তিনি এবং অভিষেক মিলে যে ২০২২ সাল থেকেই ইডেনকে ঢেলে সাজিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত করার কাজ শুরু করে দিয়েছিলেন সেটা স্বীকার করে নিয়েছেন তিনি।

আগামী মাসের তৃতীয় সপ্তাহে আইসিসির প্রতিনিধি দল ইডেন পর্যবেক্ষণে আসবে। তার আগে ঠিকঠাকভাবে স্টেডিয়ামের সংস্কারের কাজ যতটা সেই সময়ের মধ্যে হওয়ার কথা তার সম্পূর্ণ হয়ে যাবে বলেই বিশ্বাস করেন তিনি। মূল টুর্নামেন্ট যখন আয়োজিত হবে তখন সৌরভকে নিজের পাশে রাখতে পারলে যে তিনি অনেকটাই নিশ্চিন্তে থাকবেন সেটা তিনি স্বীকার করে নিয়েছেন। দাদা এবং ভাইয়ের যুগলবন্দীতে জমজমাট ভাবে বিশ্বকাপ আয়োজনের আশা তৈরি হচ্ছে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর