বাংলা হান্ট ডেস্কঃ লন্ডন সফরে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অক্সফোর্ডের কেলগ কলেজ থেকে আমন্ত্রণ পেয়েছেন তিনি। সেই সূত্রেই এই সফরে যাওয়া। মমতার এই সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে। তার মধ্যে অন্যতম হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে (Oxford University) তাঁর ভাষণ। ২৭ মার্চ তথা বৃহস্পতিবার সেই ভাষণ দেবেন তিনি। সূত্র মারফৎ জানা যাচ্ছে, ওই ঐতিহাসিক ভাষণ শুনতে অক্সফোর্ড যাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা সাবেক ক্রিকেটার ও শিল্পপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
মমতার (Mamata Banerjee) ভাষণ শুনতে যাচ্ছে ভারতের এক প্রতিনিধিদল!
গত শনিবার কলকাতা থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। দুবাই হয়ে গতকাল দুপুর ১২:৩০ নাগাদ (ভারতীয় সময় অনুযায়ী) লন্ডন পৌঁছন তিনি। বাকিংহ্যাম প্যালেসের কাছে সেন্ট জেমস কোর্ট হোটেলে রয়েছেন মমতা। তাঁর এই সফরে সঙ্গে গিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, শিল্প সচিব বন্দনা যাদব, মুখ্যমন্ত্রীর দফতরের বিশেষ সচিব গৌতম সান্যাল, ডাইরেক্টরেট অফ সিকিউরিটি পীযূষ পাণ্ডে।
সেই সঙ্গেই WBTC-র অফিসাররা, বিশিষ্ট শিল্পপতি সত্যম রায়চৌধুরী, উমেশ চৌধুরী, মেহুল মোহানকা এবং সন্তোষ বাঙ্গাররাও মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন। এছাড়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও এই সফরে সঙ্গে গিয়েছেন।
আরও পড়ুনঃ বিস্মিত খোদ বিচারপতি! টাইট ‘ডেডলাইন’ বেঁধে কড়া নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট! কোন মামলায়?
এদিন লন্ডনের মেঘলা আকাশকে উপেক্ষা করেই প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন মমতা (Mamata Banerjee)। বিকেলে ভারতীয় হাই কমিশনে বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী ও তাঁর টিম। আগামীকাল শিল্প বৈঠক রয়েছে। পরের দিন সরকারি স্তরে আলোচনা। এরপর বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন মমতা।
জানা যাচ্ছে, সামাজিক উন্নয়ন নিয়ে স্বনামধন্য ওই শিক্ষাপ্রতিষ্ঠানে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁর সেই ভাষণ শুনতে এদেশ থেকে এক প্রতিনিধিদল যাচ্ছে বলে খবর। সেই টিমের অংশ হলেন সৌরভ। তিনি ছাড়া এই প্রতিনিধিদলে আর কে কে আছেন সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অত্যন্ত স্নেহের পাত্র হলেন সৌরভ। একদা ব্যাট হাতে বাইশ গজ কাঁপানোর পর সম্প্রতি রাজ্যের শিল্পমহলে নাম লিখিয়েছেন তিনি। বাংলার বুকে কারখানা নির্মাণ করে কর্মসংস্থানে উদ্যোগী হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেই সূত্রে মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা আরও বেড়েছে। এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মমতার ভাষণ শুনতে সৌরভ বিলেত যাচ্ছেন বলে খবর।