বাংলা হান্ট ডেস্কঃ ভারত অধিনায়ক থেকে সিএবি প্রেসিডেন্ট এবং তারপর বিসিসিআই প্রেসিডেন্ট প্রত্যেকটি পদেই নিজের দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন দাদা। ভক্তদের মহারাজ সৌরভ গাঙ্গুলী ঠিক যত বড় অধিনায়ক ছিলেন ক্রিকেট প্রশাসক হিসেবেও সেভাবেই নিজেকে মানিয়ে নিয়েছেন তিনি। বলাই বাহুল্য যে কোথাও এতটুকু মিস ফিট নন বাংলার দাদা৷ এবার ফের একবার দাদা সমর্থকদের জন্য রয়েছে বড় খবর, কারণ আবারও দায়িত্ব বাড়তে চলেছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর।
বিসিসিআই থেকে এবার আইসিসির পথে যাত্রা করতে চলেছেন সৌরভ। এবার আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান হতে চলেছেন তিনি। প্রথমেই জানিয়ে রাখি এই কমিটির দায়িত্ব হল বিভিন্ন আইসিসি প্রতিযোগিতায় খেলার নিয়ম-কানুন ঠিকঠাক মানা হচ্ছে কিনা সেই দিকে নজর রাখা। অবশ্য শুধু এটুকুই নয় আরও বেশ কিছু দায়িত্ব রয়েছে সৌরভের। প্রসঙ্গত উল্লেখ্য এই পদে তিনি আসতে চলেছেন তারই সতীর্থ অনিল কুম্বলের জায়গায়।
ভারতীয় লেগস্পিনার অনিল কুম্বলেকে এই পদে বসানো হয়েছিল ক্লাইভ লয়েডের জায়গায়। 2012 সালে প্রথম এই পদ গ্রহণ করেন অনিল। তারপর থেকে দীর্ঘ নয় বছর ধরে ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করে আসছেন এই বর্ষীয়ান লেগ স্পিনার। প্রথমবার 2016 সালে এবং তারপর 2019 সালের ফের এই পদে পুনর্নিয়োগ করা হয় তাকে। ন বছর দায়িত্ব সামলানোর পর অবশেষে এই পদ তুলে দেওয়া হচ্ছে তারই সতীর্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে।
স্বাভাবিকভাবেই বিসিসিআইয়ের সবথেকে বড় আসনে থাকার কারণে এই মুহূর্তে নানান দায়িত্ব সামলাতে হচ্ছে সৌরভকে। সবেমাত্র তার নেতৃত্বে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আয়োজন সম্পন্ন করেছে বিসিসিআই। আগামী 10 বছরে আরও চারটি গুরুত্বপূর্ণ আইসিসি টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে ভারত। ততদিন এই পদে সৌরভ থাকবেন না ঠিকই তবে 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হতে পারে তার নেতৃত্বেই। তার ওপর এবার আইসিসি ক্রিকেট কমিটির দায়িত্বও সামলাবেন বাংলার দাদা।