বাংলাহান্ট ডেস্ক: করোনা জয়ী সৌরভ গঙ্গোপাধ্যায় (sourav ganguly)। মারণ ভাইরাসের ডেল্টা প্লাস প্রজাতিতে সংক্রমিত হয়েছিলেন তিনি। ২০২১ এর এক্কেবারে শেষের শেষের দিনে বিসিআই প্রেসিডেন্টের করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। এমনকি হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল তাঁকে। এখন অবশ্য সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। খবর মিলেছে, আজ অর্থাৎ বুধবার থেকেই ফের ‘দাদাগিরি’র (dadagiri) শুটিংয়েও যোগ দেবেন সৌরভ।
গত বছরের সেপ্টেম্বরে শুরু হয়েছিল দাদাগিরির নবম সিজন। আমজনতা থেকে সিনে তারকা, মায় টেলিভিশন দুনিয়ার অভিনেতা অভিনেত্রীরাও এসে খেলেছেন প্রাক্তন ক্রিকেট অধিনায়কের সঙ্গে। শেষ বার জি বাংলার নতুন সিরিয়াল ‘পিলু’র গোটা টিম এসেছিল দাদাগিরি খেলতে। নায়ক গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে রিল ভিডিও বানিয়েছিলেন সৌরভ।
সম্ভবত সেটাই ছিল শেষ শুট। কারণ গত রবিবার দাদাগিরির কোনো পর্বই সম্প্রচারিত হয়নি। বদলে পিলুর পরিবার এসেছিল ‘দিদি নাম্বার ওয়ান’ খেলতে। এমতাবস্থায় দাদাগিরির শুটিং নিয়ে চিন্তায় পড়েছিলেন সৌরভ ভক্তরাও। অবশেষে তাঁর সুস্থতার খবরে হাঁফ ছেড়েছেন তাঁরা।
করোনা আক্রান্ত হওয়ার পর দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন সৌরভ। তাঁর কো মর্বিডিটির কথা মাথায় রেখে অ্যান্টিবডি ককটেলও দেওয়া হয়। কিছুদিন হাসপাতালে থাকার পর বেহালার বাড়িতে ফিরেছিলেন সৌরভ। সেখানেই ছিলেন আইসোলেশনে। ইতিমধ্যে সৌরভ কন্যা সানা এবং দাদা দেবাশিষ গঙ্গোপাধ্যায়ের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
বড়দিনের ছুটিতে কলকাতায় এসেছিলেন সানা। তবে এখন তিনি সুস্থ আছেন। মঙ্গলবার তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। সতর্কতা অবলম্বনের জন্য করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরেও এতদিন সকলের সঙ্গে কাজে যোগ দেননি সৌরভ। কাজ সারছিলেন ভার্চুয়ালি। অবশেষে বুধবার থেকেই তিনি ফিরছেন শুটিংয়ে।