নিন্দুকদের জবাব দিতেই ফের CAB সভাপতি হওয়ার দৌড়ে সামিল হচ্ছেন সৌরভ! শীঘ্রই জমা দেবেন মনোনয়নপত্র

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিসিসিআই থেকে ক্ষমতাচ্যুত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু তার মানে এমন নয় যে তিনি ক্রিকেট প্রশাসনের কাজে ইতি টানছেন। জল্পনা শোনা যাচ্ছে যে তিনি এবার লড়তে পারেন সিএবি প্রেসিডেন্ট পদের জন্য। এই জল্পনা উস্কে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি সিএবি নির্বাচনে দাঁড়াতে চলেছেন। অতীতেও তিনি এই দায়িত্ব সামলে এসেছেন। বিসিসিআই সভাপতি হিসেবে তাঁর সাফল্য নিয়ে অনেকে প্রশ্ন তুললেও সিএবি সভাপতি হিসেবে তার সাফল্য নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গা নেই। কিন্তু আচমকাই কেন কম গুরুত্বপূর্ণ পদের জন্য ফের নতুন করে লড়াই করবেন সৌরভ।

সৌরভ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। যেদিন থেকে তার বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব হারানোর খবর এসেছে, সেদিন থেকে একদল সমালোচক তাকে বিশ্রীভাবে আক্রমণ করছেন এবং তার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছেন। সৌরভ সাফ জানিয়েছেন, “আমি সিএবি নির্বাচনে দাঁড়াবো তার কারণ হচ্ছে আমার বিরুদ্ধে নানান রকম কুৎসা করা হচ্ছে সেসবের জবাব দিতেই আমি ভোটে দাঁড়াবো।”

sourav ganguly 6

চলতি মাসের শেষ দিন সিএবির বার্ষিক সাধারণ সভা। ২২ তারিখ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগেই সৌরভ মনোনয়নপত্র দেবেন কিন্তু এখনও তার প্যানেল ঠিক হয়নি। সৌরভ নিজে আসরে নামলে বিরোধী গোষ্ঠী প্রার্থী দেবে কিনা সেই নিয়েও সন্দেহ আছে। বঙ্গ ক্রিকেটে সৌরভ গাঙ্গুলীর বিরোধিতা করার মত সাহস সবার নেই। আর বিরোধী কেউ প্রার্থী না দিলে ২২শে অক্টোবর সৌরভের সিএবি সভাপতি হওয়ার রাস্তায় সিলমোহর পড়ে যাবে।

বর্তমান সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া জানিয়ে দিয়েছেন যে তিনি সৌরভের পাশেই আছেন। তার মতে সৌরভ যদি ফের একবার বঙ্গ ক্রিকেটের অধিনায়কের ভূমিকায় অবতীর্ণ হন তাহলে তাদের পক্ষে লড়াইটা অনেকটাই সহজ হয়ে যাবে। বিরোধী গোষ্ঠী যদি মনোনয়নপত্র জমা দেয় তাহলে তাদের সঙ্গে কোনো রকম সমঝোতার পথে অভিষেক হাঁটবেন না বলে জানিয়ে দিয়েছেন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর