‘আমার বক্তব্যের ভুল ব্যাখা হয়েছে’! দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়ে আবার মুখ খুললেন সৌরভ

বাংলা হান্ট ডেস্ক : গোটা বাংলার তথা দেশের আইকন হিসেবে পরিচিত সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান ভোলার নয় ঠিকই, কিন্তু সম্প্রতি আরজিকর কাণ্ড (RG Kar Incident) নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তাঁর করা একটি মন্তব্যই (Reaction) এদিন তাঁকে যেন এক নিমেষে টেনে নামিয়ে এনেছে অনেকের চোখেই।

আরজিকর কাণ্ড নিয়ে আরও একবার কি বললেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)?

প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ (Sourav Ganguly) কিছুদিন আগেই আরজি করের তরুণী চিকিৎসকের নির্মম হত্যা এবং ধর্ষণের ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করেছিলেন। আর তাতে রাজ্য জুড়ে বিরাট জনরোষের মুখে পড়েন সৌরভ (Sourav Ganguly)। মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায়  ছয়লাপ হয়ে যায় সৌরভের করা ভিডিও।

   

রাজ্যের ত থা দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এমন একটি সংবেদনশীল বিষয়ে তাঁর  এমন মন্তব্য শুনে ক্ষোভে ফেটে পড়েছেন সকলে।  সোশ্যাল মিডিয়া জুড়ে নিন্দায় সরব সাধারণ মানুষ। এরই মধ্যে আর জি কর কাণ্ড নিয়ে আগে করার মন্তব্য প্রসঙ্গে সাফাই দিয়ে সৌরভ জানিয়েছেন তাঁর বক্তব্যের নাকি ভুল ব্যাখ্যা করা হয়েছে।

আরও পড়ুন : ঠিক কতটা চাপ পড়লে ভাঙে ‘পেলভিস বোন’, কি বলছে চিকিৎসা বিজ্ঞান?

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এদিন বলেছেন, ‘আগেও বলেছিলাম যে এটা ভয়ঙ্কর ইস্যু। কিন্তু আমার বক্তব্যের ভুল ব্যাখা হয়েছে। এখন আন্দোলন অনেকটা এগিয়েছে। সিবিআই এবার দায়িত্ব নিয়েছে। তদন্তভার নিয়েছে তাঁরা। এই ঘটনা ভীষণই লজ্জাজনক। আশা করব সিবিআই যাঁরা তদন্ত করছে, দোষীদের চিহ্নিত করতে পারলে কড়া শাস্তি দেওয়া উচিত। যাতে পরবর্তী সময়ে এরকম কিছু করার আগে মানুষ বারবার ভাববে।’

Sourav 2

আর জি করের মহিলা চিকিৎসকের নির্মম হত্যার প্রতিবাদে প্রতিদিন পথে নামছেন শয়ে মানুষ। তিলোত্তমার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি দাবি উঠছে রাজ্যের মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করার। ওই সমস্ত আন্দোলনকারীদের উদ্দেশ্যে সৌরভ বলছেন, ‘একদম সঠিক সিদ্ধান্ত। কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে চিকিৎসা ব্যবস্থা যেন বেহাল না হয়। ভীষণ গুরুত্বপূর্ণ একটা দফতর এই স্বাস্থ্য। এমার্জেন্সিতে চিকিৎসকদের প্রয়োজন মানুষের।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর