কয়েকদিন আগে কনোরা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলি। স্নেহাশিস গাঙ্গুলির করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই চিকিৎসার জন্য তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দাদা স্নেহাসিশ গঙ্গুলি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরই সৌরভ গাঙ্গুলি এবং তার পরিবারের মধ্যে উদ্বেগ ছড়িয়েছিল। সৌরভ গাঙ্গুলি সহ তার পরিবার হোম কোয়ারেন্টিনে চলে গিয়েছিলেন।
সূত্র মারফত জানা গিয়েছে সেই সময় সৌরভ গাঙ্গুলি একদমই বাড়ি থেকে বেরোচ্ছিলেন না। সেই সময় বোর্ড এবং আইসিসির বিভিন্ন মিটিংয়ে তিনি বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছিলেন। এমনকি বাড়ি থেকে বেরোবেন না বলে দাদাগিরি শুটিংও বাতিল করে দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। যদিও সৌরভ গাঙ্গুলির মধ্যে করোনার কোন উপসর্গ লক্ষ্য দেখা যায়নি তবুও নিজের করোনা পরীক্ষা করান সৌরভ গাঙ্গুলি।
শুক্রবার রাতে সৌরভ গাঙ্গুলির করোনা পরীক্ষার রিপোর্ট এসেছে। জানা গিয়েছে সৌরভ গাঙ্গুলির করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় স্বাভাবিক ভাবেই স্বস্তি বেহালার গাঙ্গুলি বাড়িতে।