বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টস জিতে নিলেন রোহিত শর্মা। আর প্রত্যাশিতভাবেই পরিবেশকে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়াকে বিপাকে ফেলার উদ্দেশ্যে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন। ১৮ মাস পরে দলে ফিরেছেন অজিঙ্কা রাহানে। সাহসী সিদ্ধান্ত নিয়ে রবি অশ্বিনকে দলের বাইরে রেখে মাত্র এক স্পিনার হিসাবে রবীন্দ্র জাদেজাকে নিয়ে মাঠে নামছে ভারত।
ভারতের একাদশ: শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভরত, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, উমেশ যাদব, মহাম্মদ সিরাজ
অস্ট্রেলিয়া একাদশ: উসমান খাওয়াজা, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেরি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ন্যাথান লিয়ন, স্কট বোল্যান্ড
যদিও টসের পরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ধারাভাষ্যকারের কাজ করতে গিয়ে জানিয়ে দিয়েছেন যে শুধুমাত্র টস জিতলেই যে ম্যাচ জেতা যাবে এমনটা নয়। অস্ট্রেলিয়াকে ২০০ থেকে ২৫০ রানের মধ্যে আটকাতে হবে ভারতীয় দলকে।
সৌরভ আরও জানিয়েছেন যে এই পরিস্থিতিতে ভারতীয় দলের প্রধান অস্ত্র হয়ে উঠতে পারেন মহম্মদ শামি। কারণ আজ পেসারদের সফল হতে গেলে গুড বা ফুল লেংথে বল করতে হবে। আর সেই কাজটা ভারতীয় দলের শামি সবচেয়ে ভালো করতে পারেন।