বাংলা হান্ট নিউজ ডেস্ক: কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে নিজেদের সংবিধান সংশোধন করার অনুমতি দিয়েছিল। ওই মুহূর্তে অনেকেই ভেবেছিলেন যে বিসিসিআইতে এইমুহূর্তে যারা গুরুত্বপূর্ণ পদগুলি অধিকার করে আছেন, তারা নিজেদের মেয়াদ আরও। বাড়িয়ে নেবেন। তবে, সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিসিসিআইয়ের বেশিরভাগ শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দুটি বৈঠকের পর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত বলা হয় যে সৌরভ বিসিসিআইয়ের সভাপতি হিসাবে মেয়াদ বাড়াতে চাইবেন না।
সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, বিসিসিআইয়ের সমস্ত পদাধিকারীরা আজ অর্থাৎ সোমবার রাতে মুম্বাই পৌঁছবে এবং সেই উদ্দেশ্যে অনেকেই এখন রওনাও দিয়ে দিয়েছেন। তারা একত্রিত হয়ে একটি বৈঠকে অংশগ্রহণ করবেন এবং সেই বৈঠকেই বিসিসিআইয়ের সমস্ত গুরুত্বপূর্ণ পদগুলির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এই গুরুত্বপূর্ণ বৈঠকটি কবে আয়োজন করা হবে সেই ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয় গিয়েছে। বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা বা এজিএম-এর আগে মঙ্গলবার দিনই অর্থাৎ আগামীকাল মুম্বাইতে অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক। ১৮ই অক্টোবর মুম্বাইয়ে বোর্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
বিসিসিআই-এর বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আদেও এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাকি তিনি এবার দূরে সরে থাকবেন সেই প্রশ্নটি এখনও অনুপস্থিত ক্রিকেট ভক্তরা ১৮ই অক্টোবর এজিএম চলাকালীন বোর্ডের ভবিষ্যত পদাধিকারীদের সম্পর্কে তাদের উত্তর পেতে পারেন।
সৌরভ একান্তই দায়িত্ব ছাড়লে তার জায়গায় নতুন সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ১৯৮৩ ওডিআই বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য রজার বিনি। সৌরভ বিসিসিআইয়ের দায়িত্ব ছেড়ে ভবিষ্যতে আইসিসির সভাপতি হওয়ার চেষ্টা চালাবেন, এমন গুঞ্জনও কানে আসছে।