বাংলা হান্ট নিউজ ডেস্ক: স্টিভ স্মিথের (Steve Smith) নেতৃত্বে ইন্দোর টেস্ট (Indore Test) জিতে অসাধারণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। নাগপুর এবং দিল্লীতে শোচনীয় ভাবে হারের পর পারিবারিক সমস্যার কারণে দেশে ফিরেছিলেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। তার অনুপস্থিতিতে দলকে অসাধারণ ভাবে চালনা করে সিরিজে ফিরিয়ে এনেছেন তারকা অজি ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিশ্চিত হয়ে গিয়েছে। ভারতকে ফাইনালে পৌঁছতে গেলে আহমেদাবাদ টেস্ট জিততেই হবে। সেই টেস্টে হারলে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা সিরিজের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে ভারতীয় দলকে (Team India)।
অস্ট্রেলিয়া কোনওভাবেই এই সিরিজে প্রত্যাবর্তন করতে পারবে না এমনটা মনে করতেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এমনকি ইন্দোরের প্রথম ইনিংসের পর ভারত যখন ১০৯ রানে অলআউট হয়ে গিয়েছে, তখন ও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে ম্যাচের এখনো অনেকটা বাকি আছে এবং ভারত প্রত্যাঘাত করবে। কিন্তু শেষ পর্যন্ত তেমনটা হয়নি এবং ৯ উইকেটের ব্যবধানে অস্ট্রেলিয়া জয় পেয়েছে।
এই ব্যাপারটি হয়তো সৌরভ একেবারেই প্রত্যাশা করেননি। চলতি সিরিজে ভারতীয় পিচ কলে একাধিকবার সমালোচনার সম্মুখীন হয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের তরফ থেকে। সৌরভ কি মনে করেন যে এই ইন্দোরের পিচের কারণেই ৩ দিনে ভারতকে হারতে হয়েছে? ম্যাচ শেষ হবার পর তার সঙ্গে যোগাযোগ করে যখন তাকে প্রশ্ন করা হয় যে এই হার নিয়ে বা সিরিজের ফলাফল নিয়ে তিনি কোন মন্তব্য করতে চান কিনা তখন তিনি অত্যন্ত সংক্ষেপে জবাব দিয়েছেন। তিনি শুধু বলেছেন, “দেখা যাক আহমেদাবাদ টেস্টে কি হয়?”
এর আগে চলাকালীন সৌরভ অস্ট্রেলিয়ার বর্তমান ক্রিকেটের স্পিনের বিরুদ্ধে দুর্বলতা নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে যখন তারা ক্রিকেট খেলতেন তখন অস্ট্রেলিয়ার দলে ছিল রিকি পন্টিং, ম্যাথু হেডেন, জাস্টিন ল্যাঙ্গারের মত ব্যাটাররা, যারা স্পিনার বিরুদ্ধে কোনরকম অস্বস্তিতে ভুগতেন না। কিন্তু বর্তমানে অস্ট্রেলিয়া দলে স্টিভ স্মিথ এবং মার্নেস লাবুশানে ছাড়া আর কারো মধ্যে স্পিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা নেই বলে মন্তব্য করেছিলেন সৌরভ।
তার সেই কথা হয়তো ভুল নয়। কিন্তু সমস্যা হল এই মুহূর্তে ভারতীয় দলেও এমন কোন ক্রিকেটার নেই যিনি স্পিনের বিরুদ্ধে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ব্যাটিং করতে পারেন। সেই জন্যই চলতি সিরিজের তৃতীয় ম্যাচে এসে ভারতকে এই সমস্যা ভুগতে হলো। এর আগের দুটি টেস্টেও ভারতের টপ অর্ডার স্পিনের বিরুদ্ধে সমস্যায় ভুগেছে কিন্তু লোয়ার অর্ডারে অক্ষর প্যাটেলের ব্যাটিং ভারতকে বাঁচিয়ে দিয়েছে। দুর্ভাগ্যবশত এই ম্যাচে তেমন টা করে দেখানোর সুযোগ পাননি অক্ষর।