বাংলা হান্ট ডেস্কঃ কোথায় হবে মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ইস্পাত কারখানা (Steel Factory) এই নিয়ে বহুদিন থেকেই জল্পনা চলছে। কখনও শোনা গিয়েছিল শালবনি কখনও গড়বেতা। তবে এবার জানা যাচ্ছে, সৌরভদের প্রস্তাবিত ইস্পাত কারখানা গড়ে উঠতে চলেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের (গড়বেতা-৩ ব্লক) ডুকির বুকে।
গড়ে উঠবে সৌরভের ইস্পাত কারখানা
জেলার শিল্পমহলে কান পাতলেই শোনা যাচ্ছে দাদার ইস্পাত কারখানার কথা। সূত্রের খবর, এখন থেকে দেড়-দু’বছর লাগতে পারে কারখানা সম্পূর্ণরূপে তৈরী হতে। প্রায় ৪৫০ একর জমি রয়েছে সেখানে। তার থেকে প্রায় ৩৫০ একর শিল্পোন্নয়ন নিগমকে ১ টাকা মূল্যে লিজ়ে দিয়েছে রাজ্য সরকার। সৌরভদের (Sourav Ganguly) ইস্পাত কারখানা তৈরির জন্য তা দেওয়ার কথা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে মাদ্রিদ সফরে গিয়ে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বাংলায় একটি ইস্পাত কারখানা গড়ে তুলবেন বলে ঘোষণা করেছিলেন। এরপর থেকেই কোথায় সেই কারখানা হবে এই নিয়ে জোরদার জল্পনা চলছিল। এবার একসময় যেখানে ফিল্মসিটির উদ্বোধন করেছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান সেখানেই এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানা গড়ে উঠবে এমনটাই শোনা যাচ্ছে। সব মিলিয়ে লগ্নি হতে পারে প্রায় ৩০০০ কোটি টাকা।
এই বিষয়ে ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক চন্দন বসু জানান, ‘‘ডুকিতে কারখানা হবে বলে শুনেছি। শালবনিতে বড় ইস্পাত কারখানা হওয়ার কথা থাকলেও তা হয়নি। পাশে চন্দ্রকোনা রোডের ডুকিতে কারখানা তৈরি হলে বিপুল কর্মসংস্থানের সুযোগ হবে। ভালই হবে।’’
আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষার পর হাইকোর্টে জয় সরকারি কর্মীদের! DA মামলায় চরম বিপাকে রাজ্য
প্রসঙ্গত, বাম আমলে ডুকিতে ফিল্মসিটি গড়ে ওঠার কথা ছিল। ২০০৮ সাল থেকে শুরু হয় জমি অধিগ্রহণ। নয়াবসত ও সাতবাঁকুড়া পঞ্চায়েতের ছ’টি মৌজা মিলিয়ে প্রায় সাড়ে ৪৫০ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল সেই সময়। এরপর ২০১২ প্রয়াগ ফিল্মসিটির উদ্বোধনও হয়। পরে আর্থিক কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হন প্রয়াগ ফিল্মসিটির দুই কর্ণধার বাসুদেব বাগচী ও তার ছেলে অভীক বাগচী। সেখানেই ফিল্মসিটির সমাপ্তি।