বাংলা হান্ট ডেস্কঃ কয়েক দিন আগেই আইসিসির চেয়ারম্যান (ICC Chairman) পদে মেয়াদ শেষ হয়ে গিয়েছে শশাঙ্ক মনোহরের (Sashank monohor)। এই মুহূর্তে আইসিসি চেয়ারম্যান পদটি খালি রয়েছে। শশাঙ্ক মনোহরের আইসিসি চেয়ারম্যান পদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে বিশ্ব ক্রিকেটে জোর জল্পনা উঠেছিল যে এবার আইসিসির চেয়ারম্যান হতে চলেছেন বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI president) সৌরভ গাঙ্গুলি (Sourav ganguly)। কিন্তু সেই সমস্ত জল্পনা কার্যত শেষ, আইসিসির প্রেসিডেন্ট হওয়ার কোন সম্ভাবনা আর রইলো না সৌরভ গাঙ্গুলীর।
ইতিমধ্যে আইসিসি চেয়ারম্যান পদে লড়াইয়ের জন্য নাম জমা পড়ে গিয়েছে। আর সেখানে মাত্র দু’জন জমা দিয়েছেন নিজেদের নাম। আইসিসির চেয়ারম্যান পদে জন্য যে দু’জন আবেদন পত্র জমা দিয়েছেন তারা হলেন সিঙ্গাপুরের ইমরান খোয়াজা এবং নিউজিল্যান্ডের গ্রেট বার্কলে।
আইসিসির চেয়ারম্যান হতে গেলে সৌরভ গাঙ্গুলীকে ছাড়তে হবে বিসিসিআই প্রেসিডেন্টের পদ। আর সেই কারণেই সৌরভ গাঙ্গুলী নাকি আইসিসি চেয়ারম্যান হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন নি এমনটাই জানা গিয়েছে। সৌরভ গাঙ্গুলীর যদি ইচ্ছা থাকতো তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান হিসেবে তাঁকে বেঁছে নিত আইসিসির সদস্যরা। কিন্তু মহারাজ নিজেই এই ব্যাপারে আগ্রহ দেখায়নি কারণ তিনি এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সেবা করতে চান।