সৌরভের মধ্যস্থতায় আরও উজ্জ্বল হলো ইস্টবেঙ্গল-ম্যান ইউনাইটেড গাঁটছড়ার সম্ভাবনা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: যে খবর একসময় শোনা গিয়েছিল সেটাই অবশেষে সত্যি হতে চলেছে! ভারতের অন্যতম সেরা ক্লাব ইস্টবেঙ্গলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে প্রস্তুত ইংল্যান্ড তথা বিশ্বের অন্যতম সেরা ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অন্তত সৌরভ গাঙ্গুলির বক্তব্য থেকে এমনটাই ইঙ্গিত পাওয়া গেল। ২৪শে মে নিজেই এই ব্যাপারে মুখ খুলেছেন সৌরভ।

মঙ্গলবার বেলার দিকে একটি সাক্ষাৎকারে লাল হলুদ ক্লাবে নয়া বিনিয়োগকারী প্রসঙ্গে বিসিসিআই সভাপতি বলেন, “ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে ইতিমধ্যেই বেশ কিছুটা কথাবার্তা এগিয়েছে। কিন্তু এখনও সব চূড়ান্ত হয়নি। আগামী দুই সপ্তাহে সব কিছু অনেকটা স্পষ্ট হয়ে আসবে। অন্যান্য কিছু বিনিয়োগকারীর সাথেও কথা বলা হচ্ছে। তবে ম্যান ইউনাইটেড আসলে ইনভেস্টর হিসাবে নয়, ক্লাবের মালিক হিসেবেই আসতে পারে।

sourav eb

ইতিমধ্যেই কানাঘুষো শোনা গিয়েছিল ম্যান ইউনাইটেডের কর্তাদের সঙ্গে ইস্টবেঙ্গল কর্তাদের বেশ কয়েক দফায় বৈঠক হয়। দুই পক্ষই সেই বৈঠকে ইতিবাচক দিকে এগোতে পেরেছে বলেই খবর। এইমুহূর্তে লাল হলুদ অনুরাগীরা ভালো খবরের আশায় থাকতেই পারেন। ৩ বার জাতীয় লিগ জয়ী ইস্টবেঙ্গলের সঙ্গে জুড়ে যাচ্ছে ১৩ বার প্রিমিয়ার লিগ জেতা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নাম, আর গোটা ঘটনার মধ্যস্থতায় রয়েছেন বাঙালির ক্রীড়াজগতের অন্যতম সেরা আইকন, শেষ কবে এমন বড় ব্যাপার ভারতীয় ফুটবলে ঘটেছে তা নিয়ে সন্দিহান অনেকেই।

শ্রী সিমেন্ট সরে যাওয়ার পরে ইনভেস্টর নিয়ে সমস্যায় পড়ে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল কর্মকর্তারা বহুদিন আগেই নিজেদের স্বভাবদোষে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। তাদের ভুলভাল কাজের মাশুল গুনতে হয় শতবর্ষ পেরোনো ক্লাবের সমর্থকদের। পরপর দুটি বিনিয়োগ গোষ্ঠীর সাথে সম্পর্ক খারাপ ভাবে শেষ হওয়ায় এবার সৌরভের দ্বারস্থ হয়েছিলেন ক্লাব কর্মকর্তারা। দেখা যাক, সুফল মেলে কিনা।


Reetabrata Deb

সম্পর্কিত খবর