ভারতের মাটিতে প্রথম দিবারাত্রি টেস্টে প্রতিপক্ষ বাংলাদেশকে ইনিংস এবং 46 রানে দুরমুস করে ম্যাচ জিতে নিয়েছে বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় দল। আর এই দুর্দান্ত জয়ের পরে ভারত অধিনায়ক বিরাট কোহলির মুখে শোনা গেল প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর প্রশংসা। এইদিন এই জয়ের পর ভারত অধিনায়ক বিরাট কোহলি বললেন সৌরভ গাঙ্গুলির অধিনাকত্বেই বিশ্ব ক্রিকেটে ভারতীয় দলের আধিপত্য শুরু।
এইদিন ম্যাচ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিরাট কোহলি বলেন টেষ্ট ক্রিকেট হল আসলে মানসিক লড়াই। যে দল মানসিক চাপ আয়ত্ত করতে পারে তারাই বাজিমাত করে। এখন আমরা চ্যালেঞ্জের মুখে দাঁড়াতে শিখেছি, সেই সাথে বিপক্ষ দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেও শিখেছি। আর এটা শুরু হয়েছে দাদার সময় থেকেই, আমরা শুধু এটা বহন করে চলেছি। বিরাটের মুখে এমন কথা শুনে পাশে দাঁড়িয়ে মুচকি হাসি দেখা গেল মহারাজের মুখে।
ইডেনে শুধু মাত্র ম্যাচই জিতলো না সেই সাথে একগুচ্ছ রেকর্ড করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পরপর টানা চার টেষ্টে বিপক্ষ দলকে ইনিংসে হারালো ভারতীয় দল। টেস্ট ক্রিকেটে যে রেকর্ড আর কোনো অধিনায়কের নেই। বাংলাদেশের বিরুদ্ধে এই জয়ের মধ্যে দিয়ে বিরাট কোহলি অধিনায়ক হিসাবে 38 টি টেস্ট জেতার নজির গড়লেন।
আর ভারতীয় দলের এই সাফল্যের জন্য বিরাট সবচেয়ে বেশি কৃতিত্ব দিয়েছেন দলের বোলিং বিভাগ কে। এইদিন বিরাটের মুখে ইশান্ত শর্মা, মহম্মদ সামি, উমেশ যাদব, রবি আশ্বিনদের প্রশংসা শোনা গেল।