বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্ব এবং ঘটনাবলী নিয়ে বাংলায় ছবি, সিরিয়াল, ওয়েব সিরিজ তৈরির ধুম বাড়ছে। ছোটপর্দায় এই ধরণের প্রোজেক্টের সাফল্য দেখে এবার বড়পর্দা এবং ওটিটিতেও আনা হচ্ছে এমন ভিন্ন ধরণের কাহিনি, যা বাস্তব নির্ভর। এর আগে নটী বিনোদিনীকে নিয়ে ছবি হয়েছে বাংলায়। আগামীতেও আরেকটি ছবিতে বিনোদিনী চরিত্রটি উঠে আসবে। তবে এবার নতুন খবর হল, ওয়েব দুনিয়ায় অভিষেক ঘটতে চলেছে শ্রীরামকৃষ্ণদেবের (Sourav Saha)। নতুন প্রোজেক্ট হিসেবে বিশেষ কৌতূহল তৈরি করেছে এই আসন্ন ওয়েব সিরিজ।
শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে ওয়েব সিরিজে সৌরভ সাহা (Sourav Saha)
শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে সিরিয়াল হয়েছে একাধিক বার। কয়েকজন অভিনেতা তাঁদের অভিনয় গুণে মুগ্ধও করেছেন দর্শকদের। বিশেষ করে জি বাংলায় ‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালে শ্রীরামকৃষ্ণদেব চরিত্রে সৌরভ সাহার (Sourav Saha) অভিনয় মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। সিরিয়ালে একাধিক শ্রীরামকৃষ্ণদেব পর্দায় উঠে এলেও ওয়েব সিরিজে সম্ভবত এই প্রথম। কিন্তু কাকে দেখা যাবে শ্রীরামকৃষ্ণদেব হিসেবে?
প্রভূত জনপ্রিয়তা পেয়েছিলেন সৌরভ: জানা গিয়েছে, সৌরভই আবারো ওয়েব সিরিজে ফুটিয়ে তুলবেন শ্রীরামকৃষ্ণদেবের চরিত্র। এই চরিত্রে অন্য কোনো অভিনেতাকে দেখা যাবে কিনা তা নিয়ে মাঝে জল্পনা হলেও এখন হব গুঞ্জনেরই অবসান ঘটেছে। করুণাময়ী রাণী রাসমণি সিরিয়ালের হাত ধরেই জনপ্রিয়তার চূড়ায় উঠেছিলেন সৌরভ (Sourav Saha)। তারপর আরো একাধিক সিরিয়ালে অভিনয় করলেও সেভাবে জনপ্রিয়তা পাননি তিনি।
আরো পড়ুন : ‘বিকাশ ভবনের কর্মীদের বের করতেই…’, বাধ্য হয়ে ‘প্রোটোকল মেনে’ লাঠিচার্জ! দাবি পুলিশের
সিনেমাতেও উঠে আসবে শ্রীরামকৃষ্ণদেব চরিত্র: মাস কয়েক আগে পরিচালক রামকমল মিত্রের ‘বিনোদিনী: এক নটীর উপাখ্যান’ ছবিতে চন্দন রায় স্যান্যালকে দেখা গিয়েছিল শ্রীরামকৃষ্ণদেবের চরিত্রে। কিন্তু তাঁর অভিনয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। আগামীতে সৃজিত মুখার্জীর পরিচালনায় আসছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’। সেখানেও ‘ঠাকুর’ এর চরিত্রটি দেখা যাবে। যদিও সেই ভূমিকায় কাকে দেখা যাবে তা এখনো স্পষ্ট হয়নি।
আরো পড়ুন : আকাশতীরে কুপোকাত পাকিস্তান! ভারতের “আয়রন ডোম” কীভাবে রুখে দিল পাক সেনার চিনা মিসাইল?
প্রসঙ্গত, করুণাময়ী রাণী রাসমণি সিরিয়ালে সৌরভ সাহার (Sourav Saha) বিপরীতে মা সারদার চরিত্রে দেখা গিয়েছিল সন্দীপ্তা সেনকে। কিন্তু ওয়েব সিরিজে ওই ভূমিকায় কাকে দেখা যাবে তা জানা যায়নি এখনো। এই সিরিজের পরিচালনা করছেন শ্রীজিৎ রায়। হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে সিরিজটি।