“দল নির্বাচনে হস্তক্ষেপ করেননি, তবে ভয় ছিল”- সৌরভকে নিয়ে নির্বাচক কমিটির সদস্যের বড়ো বিবৃতি

বাংলার হান্ট নিউজ ডেস্ক: অধিনায়কত্ব নিয়ে ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি বনাম বিসিসিআই যে ঠান্ডা লড়াই শুরু হয়েছিল তা এখনও মেটেনি। এরই মধ্যে নতুন বিতর্কে ফেঁসেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। এবার বিতর্কের কারণ হল ভারতীয় দলের টিম সিলেকশন মিটিংয়ে সৌরভের ভূমিকা নিয়ে। যদিও এটা বিসিসিআই-এর সংবিধানের পরিপন্থী তবু এই নিয়ে বড় মন্তব্য করেছেন বর্তমান নির্বাচক কমিটির একজন সদস্য। তাঁর মতে, সৌরভ কখনই দল নির্বাচনে হস্তক্ষেপ করেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক সেই নির্বাচক জানিয়েছেন “যেটা হচ্ছে সেটাই আপনি আপনার দপ্তরের প্রধানের কাছে অভিযোগ করতে পারবেন না, তাই না? তিনি চাইলে নির্বাচনে হস্তক্ষেপ করতে পারতেন। কিন্তু না, তিনি কখনো এমন করেনি। যাইহোক, তাদের নিছক উপস্থিতি ভীতিজনক। কারণ তিনি বিসিসিআই সভাপতি। তবে আমি এর বেশি কথা বলতে পারব না।”

   

sourav jay shah

সম্প্রতি, বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছিল যে সৌরভ গঙ্গোপাধ্যায় জোর করে বাছাই সভায় অংশ নিচ্ছেন। যদিও এর কোনও নিশ্চিত প্রমাণ নেই। তবে এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই ধরনের প্রতিবেদনকে আবর্জনা হিসেবে আখ্যায়িত করলেও। তবে সেই একই সময়ে আরেকজন কর্তা দাবিটাকে সত্য বলে জানান।

বিসিসিআই-এর সংবিধান অনুযায়ী, ভারতীয় দলের নির্বাচক কমিটির বৈঠকে বসার কোনও অধিকার সভাপতির নেই। বরং কমিটির আহ্বায়ক হয়ে সেক্রেটারি জয় শাহ বৈঠকে উপস্থিত থাকেন। এমতাবস্থায়, নির্বাচক কমিটির বৈঠকে গাঙ্গুলির উপস্থিতি নির্বাচকদের জন্য ভীতিকর হতে পারে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর