বাংলা হান্ট ডেস্কঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব ‘দুর্গাপুজো’-র (Durga Puja) শেষ দিন। মহা দশমী উপলক্ষ্যে বহু বাঙালির মন আজ ভারাক্রান্ত। তবে এর মাঝেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) পরিবার থেকে এলো খারাপ খবর। গুরুতর অসুস্থ অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। তবে আপাতত তিনি স্থিতিশীল রয়েছে বলেই খবর।
গত দু’বছর করোনার কারণে সেভাবে পালন করা সম্ভব হয়নি বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তবে এ বছর ধুমধাম করেই পালন করা হচ্ছে দুর্গোৎসব। প্রতিটি বছরের ন্যয় এ বছরেও ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়কে বেশ খোশ মেজাজে দেখা দিয়েছে। সপ্তমী থেকে শুরু করে অষ্টমীতে দেদার আড্ডা হোক কিংবা মণ্ডপে মণ্ডপে ভ্রমণ, চনমনে দেখিয়েছে ‘প্রিন্স অফ ক্যালকাটা’-কে। তবে নবমীর রাতেই যে খারাপ খবর অপেক্ষা করে রয়েছে, তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি।
সূত্রের খবর, গতকাল রাতে আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। বিগত কয়েকদিন ধরে সর্দি, জ্বর এবং গলা ব্যাথা থাকলেও গতকাল রাতে তা আচমকাই বৃদ্ধি পায়। শারীরিক অসুস্থতা এতটাই বেড়ে যায় যে, তৎক্ষণাৎ তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে বর্তমানে ডোনা স্থিতিশীল রয়েছে বলেই খবর। তাঁর পাশে রয়েছেন সৌরভ এবং পরিবারের অন্যান্য সদস্যরা।
সৌরভ গঙ্গোপাধ্যায় দাদা স্নেহাশিস বলেন, “প্রথমে অবস্থা গুরুতর থাকলেও বর্তমানে স্থিতিশীল রয়েছেন ডোনা। আমরা সকলে ওর সাথে রয়েছি।”
হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়। এক্ষেত্রে সৌরভকে একাধিক স্থানে দেখা গেলেও শারীরিক অসুস্থতার জন্য ডোনা কোথাও বেরোননি বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে চিকিৎসক সপ্তর্ষি বসুর নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠিত হয়েছে। এক্ষেত্রে ডোনার শারীরিক অবস্থা দেখার পাশাপাশি বেশ কয়েকটি পরীক্ষা করা হচ্ছে বলেও জানা গিয়েছে।