বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলি ক্রিকেটের বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় নামগুলির মধ্যে একটি। কিন্তু তারপরও গত দু বছর ধরে প্রবল চাপে রয়েছেন তিনি। কারণে তিনি নিজেকে যে উচ্চতায় তুলে নিয়ে গিয়েছিলেন একসময় সেই সময়ের মতো ভালো পারফরম্যান্স করতে পারছেন না তিনি। শুধু তাই নয়, বিরাট কোহলি এখন ভারতীয় দলের অধিনায়কত্বও হারিয়েছেন। যার কারণে তাকে নিয়ে নানানরকম আলোচনা চলছে সর্বত্র।
গত কয়েক মাস ধরে রটিয়ে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট জগতে প্রভাব প্রতিপত্তির দিক দিয়ে বিরাট কোহলির সবচেয়ে প্রতিদ্বন্দ্বী হলেন সৌরভ গাঙ্গুলী। সৌরভ বর্তমানে বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। সম্প্রতি, খবর এসেছে যে বিরাট কোহলির সবচেয়ে বড় সমস্যা হিসেবে বিবেচিত সৌরভ গাঙ্গুলী বিসিসিআইতে আর মাত্র কয়েক দিনের অতিথি।
কিছুদিন আগে থেকেই বিরাট এবং সৌরভের দ্বন্দ্ব নিয়ে নানান খবর ছড়িয়েছে। কারণ বিরাট যখন টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন, তখন থেকেই বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বিরাট কোহলির বক্তব্যে কোনও মিল ছিল না। অনেকে এই অভিযোগও তুলেছেন যে সৌরভই নাকি বিরাটকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেন।
সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছেন বিরাট কোহলি, যার কারণে বর্তমান সময়ে সর্বত্রই তাকে নিয়ে আলোচনা হচ্ছে। আমরা আপনাকে বলি যে সম্প্রতি এমন খবর পাওয়া গেছে যে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর মেয়াদ অক্টোবরে শেষ হবে, যার কারণে এই মুহূর্তে সর্বত্র আলোচনা হচ্ছে। তারপর থেকে বিরাট কোহলির কেরিয়ারে আর কোনও প্রভাব ফেলতে পারবেন না বর্তমান বিসিসিআই সভাপতি। অনেকেই এই বলেও আপসোস করছেন যে কোহলি যদি অধিনায়কত্ব না ছেড়ে আর কয়েকটা দিন অপেক্ষা করতে পারতেন তাহলে সেটা তার পক্ষে খুব ভালো হতো।