তলে তলে জল গড়িয়েছে বহুদূর, লুকিয়ে গোয়াও ঘুরে এসেছেন নতুন ‘জুটি’ হৃতিক-সাবা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রেমের মাস আসার আগেই বলিপাড়ায় একের পর এক নতুন তারকা জুটির খোঁজ মিলছে। সুজান খানের নতুন প্রেমিকের চর্চা আগে থেকেই ছিল। এবার প্রাক্তন স্ত্রীকে ভুলে নতুন প্রেম খুঁজে নিলেন হৃতিক রোশনও (hrithik roshan)। এমনি গুঞ্জনে ছয়লাপ হয়ে রয়েছে বলিপাড়া।

শোনা যাচ্ছে, অনেকদিন ধরেই নাকি সম্পর্কে জড়িয়েছেন হৃতিক ও সাবা আজাদ (saba azad)। কিন্তু সবার চোখে ধুলো দিয়ে প্রেমটাকে লুকিয়ে রেখেছিলেন তাঁরা। সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, বেশ কিছু সময় ধরেই নাকি একে অপরের ঘনিষ্ঠ হয়ে উঠেছেন হৃতিক সাবা। তবে সবটাই আড়ালে। তাহলে হঠাৎ সর্বসমক্ষে এলেন কেন তাঁরা?


এমনকি যারা বিষয়টা জানতেন তারাও নাকি ভাইরাল ভিডিওটি দেখে অবাক হয়ে গিয়েছিলেন। জুটির ঘনিষ্ঠ সূত্রে খবর, গত মাসে নাকি দুজনে গোয়াও গিয়েছিলেন। কিন্তু সবকিছু যখন গোপনেই ছিল, তখন হঠাৎ জনসমক্ষে আসতে গেলেন কেন তাঁরা? উত্তর অবশ‍্য মেলেনি।

যে ভিডিওটি নিয়ে এত কানাঘুঁষো সেখানে দেখা গিয়েছে, এক তরুণীর সঙ্গে হাতে হাত ধরে রেস্তোরাঁ থেকে বেরোচ্ছেন হৃতিক। সুন্দরীর মুখে কালো মাস্ক। পাপারাৎজির সামনে দিয়েই তরুণীর হাত ধরে গাড়িতে উঠে যান অভিনেতা।

ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। নেটিজেনরা কৌতূহলে প্রশ্ন দিয়ে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। উল্লেখ‍্য, বড়পর্দায় দেখা না গেলেও OTT দুনিয়ায় বেশ জনপ্রিয় নাম সাবা। বেশ কয়েকটি প্রোজেক্টে কাজ করেছেন তিনি। হৃতিকের পরিবারের লোকেরা নাকি সাবাকে সোশ‍্যাল মিডিয়ায় ফলোও করেন।


তবে কি প্রেম করছেন হৃতিক সাবা? দুজনের বয়সের পার্থক‍্য ১৬ বছর। হাজারো প্রশ্ন উঠলেও বিষয়টা নিয়ে এখনো কোনো মন্তব‍্য করেননি হৃতিক। তবে সম্প্রতি সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের কাছে বিষয়টা নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। হৃতিককে কি সত‍্যিই ডেট করছেন তিনি? প্রসঙ্গটা উত্থাপন করতেই এড়িয়ে যান সাবা। তিনি তড়িঘড়ি জানান, ব‍্যস্ত রয়েছেন। তাই পরে যোগাযোগ করবেন। তবে তিনি যে সেদিন হৃতিকের সঙ্গে ছিলেন না, সেটাও তিনি কিন্তু অস্বীকার করেননি।

X