ভোররাতে বেআইনীভাবে মজুত সিলিন্ডার ফেটে আচমকাই বিস্ফোরণ! পুড়ে খাক ১২ টি দোকান

বাংলা হান্ট ডেস্কঃ বিধ্বংসী আগুন হাবরার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বামনখালিতে। ভোররাতে দাউ দাউ করে জ্বলছে গোটা এলাকা। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে গোটা এলাকা। আগুন নেভাতে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। বহু চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষনে ভয়াবহ আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলেছে দশটিরও বেশি দোকান। পুড়ে খাক ব্যবসায়ীদের সম্বল টুকু।

বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগরের বামনখালিতে। গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) ফেটে (Blast) দুর্ঘটনাটি ঘটেছে বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে ছারদিকে।

ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে বামনখালির ঘিঞ্জি এলাকায় একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে কোনোক্রমে আগুন লেগে যায় । প্রথমে স্থানীয় বাসিন্দারাই দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন। দেরি না করে এলাকা থেকে জল এনে দ্রুত আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন তাঁরা। তবে তাতেও সুরাহা না হওয়ায় খবর দেওয়া হয় স্থানীয় দমকলে। পরে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে সেখানে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত গ্রাস করে নেয় আশেপাশের বহু দোকানকে। দোকানগুলিতে  মজুত একাধিক গ্যাস সিলিন্ডার ফাটতে থাকে। ফলে আগুন আরও ছড়িয়ে যেতে শুরু করে।

fire

স্থানীয় সূত্র খবর, একটি চায়ের দোকানে বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার মজুত করা ছিল। সেটা ফেটেই প্রথম আগুন লাগে। সেই আগুন দ্রুত পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। ভয়াবহ এই ঘটনায় পুড়ে খাক হয়ে যায় ১২টি দোকান। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় আরও নিকটবর্তী কিছু দোকান। অন্যদিকে, মাঝরাতে বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা তল্লাটে। থমথমে সাগরের বামনখালি এলাকা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর