বাংলা হান্ট নিউজ ডেস্ক: বাংলাদেশের খুশির দিনের ব্যাকফুটে ভারতীয় দল। মাউন্ট মঙ্গানুই-তে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস তৈরি করেছে বাংলাদেশ। অপরদিকে জোহানেসবার্গে পুরোপুরি ব্যাকফুটে লোকেশ রাহুলের ভারত। দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য ২৪০ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। এই প্রতিবেদনটি লেখার সময় বিনা উইকেটে তাদের স্কোর ৩৪।
দ্বিতীয় ইনিংসে ভারতকে হতাশ করেছেন দুই ওপেনার। সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা লোকেশ রাহুল ৮ রানে আউট হওয়ায় প্রথম ধাক্কা খেয়েছিল ভারত। এরপর আরও একবার দুর্দান্ত শুরু করেও ২৩ রানে আউট হন ময়ঙ্ক। এরপর ভারতীয় ইনিংসকে টানেন রাহানে এবং পূজারা।
দুজনেরই ওপর চাপ ছিল অনেক বেশি। কারণ দীর্ঘদিন ধরে তাদের ব্যাটে কোনও রান নেই। সেই অবস্থা থেকে দুজনেই অর্ধশতরান করে ভারতকে সুবিধাজনক জায়গায় নিয়ে আছেন। কিন্তু পূজারা ৫৩ এবং রাহানে ৫৮ রানে আউট হওয়ার পরে ভারতের পক্ষে বড় রানের আশা শেষ হয়ে যায়।
এরপরে হনুমা বিহারি একদিকটা ধরে রেখে ৪০ রানে নট আউট থাকেন। অপরদিকে শার্দূল ঠাকুর এবং রবি অশ্বিন কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেন। অশ্বিন ১৪ বলে ১৬ রান করেন। শার্দূল করেন ২৪ বলে ২৮ রান। তিনটি করে উইকেট নিয়েছেন মার্কো জেন্সন, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি। এইমুহূর্তে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেট হারিয়ে ৬০। ৩১ রানে এইডন মার্করম-কে হারিয়েছেন শার্দূল ঠাকুর।