২০০-র গন্ডিও টপকাতে পারলো না দক্ষিণ আফ্রিকা, তৃতীয় দিনের শেষে চালকের আসনে ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মুহূর্তে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি বর্তমানে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চলছে। এই ম্যাচের প্রথম ইনিংসে ভারতীয় দল ১০ টি উইকেট হারিয়ে ৩২৭ রান করে। জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৯৭ রানে। প্রথম ইনিংস শেষের পর ১৩০ রানের লিড পেয়েছে ভারত। ভারতীয় দল এখন এখন এই ম্যাচ জেতার জন্য সুবিধাজনক অবস্থায় রয়েছে। দিনের শেষে ভারত ময়ঙ্ক আগরওয়ালের উইকেট হারিয়ে ১৬ রান করেছে। লিড রয়েছে ১৪৬ রানের।

সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টের তৃতীয় দিনে ভারতীয় ব্যাটিং লাইন আপ অসহায় আত্মসমর্পণ করলেও ভারতীয় বোলাররা পাল্টা আঘাত করেছেন। ভারতীয় দলের হয়ে এই ম্যাচে এখনও বেশি উইকেট নিয়েছেন ফাস্ট বোলার মহম্মদ শামি। এই ম্যাচের প্রথম ইনিংসে মোট ৫ টি উইকেট নেন শামি। ২ টি করে উইকেট পান যশপ্রীত বুমরা এবং শার্দুল ঠাকুর। একটি উইকেটও পেয়েছেন মহম্মদ সিরাজ-ও। দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি রান করেন তেম্বা বাভুমা। ৫২ রানের একটি সংযত ইনিংস খেলে আউট হন তিনি। এছাড়া কুইন্টন ডি কক সেট হয়ে ৩৪ রান করে আউট হন। টেলএন্ডার কাগিসো রাবাদা এই ম্যাচে ২৫ রান করেন। এছাড়া আফ্রিকার কোনো ব্যাটার প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। তবে শামির ভালো বোলিংয়ের মধ্যেও বুমরার চোট চিন্তায় রাখবে ভারতকে।

mohammed shami

 

এই ম্যাচের এখনও অবধি ভারতের সেরা বোলার ছিলেন মহম্মদ শামি। মোট ৫ টি উইকেট নেওয়ার সাথে সাথে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলস্টোনও ছুঁয়েছেন শামি। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার মেরুদন্ড ভাঙেন তিনিই। তার সামনে প্রায় সব প্রোটিয়া ব্যাটারকেই অস্বস্তিতে পড়তে হয়েছে।

যদিও বিরাট কোহলির চিন্তা থেকে যাবে যেভাবে তার দলের লোয়ার অর্ডার আত্মসমর্পণ করেছে সেই নিয়ে। এই ম্যাচে রিশভ পন্থ ৮, রবিচন্দ্রন অশ্বিন ৪, শার্দুল ঠাকুর ৪, মহম্মদ শামি ৮, বুমরা ১৪, মহম্মদ সিরাজ ৪ রানে আউট হন। দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি প্রথমদিনের মতো তৃতীয় দিনেও উজ্জ্বল। তার দুরন্ত বোলিংয়ের দৌলতে তিনি ৭১ রানের বিনিময়ে ৬ উইকেট পেয়েছেন। একই সঙ্গে প্রথম দিনে প্রভাব না ফেলতে পারলেও তৃতীয় দিনে ৭২ রানে ৩ উইকেট নিয়েছেন রাবাদা। ভারতের দ্বিতীয় ইনিংসে এখনও অবধি নেওয়া একমাত্র উইকেটটি মার্কো জেন্সনের।

Reetabrata Deb

সম্পর্কিত খবর